avertisements 2

সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের কথিত এজিএম অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:০৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

গত ২০ জুন ২০২১ তারিখে বাংলাদেশী অষ্ট্রেলিয়ান সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নামে যে অবৈধ বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রচেষ্টা করা হয়েছে, কাউন্সিলের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট ব্যাক্তিদের এ ধরণের অবৈধ ও বিতর্কিত কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

কাউন্সিলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি সংগঠনের এক্সিকিউটিভ কমিটির তেরোজন সদস্যের মাঝে মাত্র তিনজন উপস্থিত থেকে সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয় এমন সব বহিরাগতদেরকে নিয়ে অসাংবিধানিকভাবে সংগঠনকে দখল করার যে ঘৃন্য ষড়যন্ত্র করছেন তা  অষ্ট্রেলিয়ার সকল যথাযথ কর্তৃপক্ষকে জানানো হচ্ছে এবং উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তারা সাংবাদিকদের এই পেশাজীবি সংগঠনের চলমান সংকট শীঘ্রই যথাযথভাবে সমাধান করে আবারও কমিউনিটি মিডিয়া এবং বাংলাদেশী কমিউনিটির সবার জন্য ইতিবাচক অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, সিডনির   বিতর্কিত ব্যাক্তিদের নিয়ে সংগঠন দখল করা এবং নেতৃত্বের লোভে এজিএম নামে যেই হাস্যকর নাটক মঞ্চস্থ করছেন তা কোন যুক্তি এবং বিচারেই ধোপে টিকবে না। । শীঘ্রই সংগঠনের এক্মিকিউটিভ কমিটির জরুরী সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিয়ে সংগঠনের সকল সাধারণ সদস্য এবং বাংলাদেশী কমিউনিটির সদস্যদের মাঝে ছড়িয়ে পড়া সংশয় দূর করা হবে।- প্রেস বিজ্ঞপ্তি

avertisements 2