avertisements 2

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ পিএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৯:৫১ এএম, ১৮ সেপ্টেম্বর, বুধবার,২০২৪

Text

ওয়েস্টার্ন সিডনির ওয়েন্টওয়ার্থভিলের লেন স্ট্রিটের একটি ফ্ল্যাটে  সাবহা হাফিজ (২৩) নামে এক বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী   খুন হয়েছে। ১৪ অক্টোবর রাত ২.৪০ মিনিটে এক নারীর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ এবং প্যারামেডিকস লেন স্ট্রিটের ঐ ফ্ল্যাটে উপস্হিত হয়ে তার মরদেহ উদ্বার করে। নিহত সাবহা হাফিজ'র শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ নিশ্চিত নয় তাকে কি ধরনের অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে।

নিহত বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী তার ২৪ বছর বয়সী স্বামী  অ্যাডাম কুরিটনের সাথে ঐ ফ্ল্যাটে থাকত বলে জানা গেছে।ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। তবে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার মারুব্রার আস্টোরিয়া কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে  মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ এসবিএসকে নিশ্চিত করছে নিহত সাবহা হাফিজ  বাংলাদেশী বংশোদ্ভূত।

এই ঘটনা সম্পর্কে কোন তথ্য থাকলে  ক্রাইম স্টপার্স: 1800 333 000 বা https://nsw.crimestoppers.com.au যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 
 

আরও পড়ুন

avertisements 2