কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৯ পিএম, ২০ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:২৩ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
গত ১৮ জানুয়ারী সোমবার অপ্রাপ্ত বয়সী কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টার অভিযোগে সিডনির ভিলাউড থেকে জামিল আহমেদ চৌধুরী নামে বাংলাদেশী ছাত্রকে গ্রেপ্তার করছে পুলিশ। অস্ট্রেলিয়ার জাতীয় গনমাধ্যম গুলোর সূত্রে জানা যায় কয়েক সপ্তাহ ধরে জামিল অনলাইনে ১৪ বছরের একটি মেয়ের সাথে চ্যাট করছিল এবং সে মেয়েটিকে তার সাথে দেখা করার জন্য প্ররোচনা দিতে থাকে এবং বিভিন্ন ধরনের যৌন ইঙ্গিতপূর্ন মেসেজ আদান প্রদান করে।
ঘটনা চক্রে মেয়েটির মা যখন মেয়ের সোশ্যাল মিডিয়া একাউন্টের মেসেজ পড়ে দেখতে পান, সেখানে যৌন সম্পর্ক করার অভিপ্রায়ের মেসেজ এবং ডিজিটাল সেক্স কিছু কন্টেন রয়েছে। তখন মেয়েটির মা অভিযুক্ত বাংলাদেশী ছাত্র জমিলকে জানান তার মেয়েটি এখনো অপ্রাপ্ত বয়স্ক এবং তার সাথে কোন ধরনের যোগযোগ বা সম্পর্ক রাখার ব্যাপারে নিষেধ করেন ।
কিন্তু জামিল মেয়েরটির মায়ের সতর্কতা উপেক্ষা করে, মেয়েটির সাথে যোগাযোগ চালিয়ে যেতে থাকে যৌন সম্পর্ক স্হাপনের সুযোগ খুজতে থাকে। তখন মেয়েটির মা জামিলের জন্য একটি ফাদ তৈরী করে, মেয়ের হয়ে তাকে ভিলাউডের বাসায় দেখা করতে আসতে বলে । গত ১৮ জানুয়ারী সোমবার জামিল সেখানে গেলে মেয়েটির অভিভাবকরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গতকাল ১৯ জানুয়ারী ফেয়ারফিল্ড লোকাল কোর্টে তার জামিনের আবেদন করা হলে, ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করেন । আদালতে জমিল দাবী করছে তার সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক করা হয়েছিল এবং সেটা থেকেই ঐ মেয়েকে যৌন ইঙ্গিতপূর্ন মেসেজ পাঠানো হয়েছিল ।সে উলওয়ার্থ এর পার্ট টাইম কাজও করে এবং সিডনির ব্যংকসটাউনে বসবাস করত । তার বয়স ২১ বছর । অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।