avertisements 2

সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সংকট নিরসনে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:১৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

সবার মতামতের ভিত্তিতে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের  চলমান  সংকটের সমাধান খোঁজা লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করেছে কার্যনির্বাহী কমিটি। ইতিমধ্যে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের ২০ জুনের এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং  নতুন সদস্য পদের জন্য আবেদন ও নবায়নের জন্য ২০ আগস্টে পর্যন্ত  সময় বাড়ানো হয়েছে।  সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এই সিদ্বান্ত নেওয়া হয়৷ গত  ১৬ জুন ২০২১ (বুধবার) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির ১৩ জনের মধ্যে ৯ জন (সংখ্যাগরিষ্ঠ) সদস্যগন উপস্থিত ছিলেন ৷ এই সময় সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয় ৷ সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ছিলো কমিউনিটির বিশিষ্টজনদের  সমন্বয়ে  ৷তারই ধারাবাহিকতায় এই তদন্ত কমিটি গঠন করা হলো।


তদন্ত কমিটির সদস্যরা  হলেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি দেলওয়ার হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি মাহবুব চৌধুরী শরীফ, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনের সাধারন সম্পাদক মোঃ শফিকুল আলম, বাংলা মেলা এবং কম্যুনিটি লিডার অন্যতম সংগঠক ইব্রাহিম খলীল মাসুদ,অসি ইমি এন্ড এডুকেশান কনসালটেন্সীর চীফ এক্সিকিউটিভ অফিসার,  ইসলামী বেতার সিডনীর পরিচালক,সম্পাদক - রাহমা (রামাদান বিশেষ বুলেটিন) সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সদস্য আলতাফ হোসাইন।

,  

avertisements 2