avertisements 2

সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সঙ্কট সমাধানে গঠিত তদন্ত কমিটির কর্মসূচী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৯:০৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের চলমান সঙ্কটের সুষ্ঠ সমাধানের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন, মাহাবুব চৌধুরী, সভাপতি, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া, দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া, ইব্রাহিম খলিল মাসুদ, সংগঠক, বাংলা মেলা ও কম্যুনিটি লিডার, আলতাফ হোসেন, চীফ এক্সিকিউটিভ, অজি ইমি এন্ড এডুকেশন কনসালটেন্সী, পরিচালক, ইসলামী বেতার সিডনি, মো: শফিকুল আলম, জেনারেল সেক্রেটারী, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যান্বেলটাউন।  এই তদন্ত কমিটির কাজ যথাযথ বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কার্যক্রম শুরু করা হয়েছে। বিবদমান উভয় পক্ষকে বিতর্ক সৃষ্টি করতে পারে এমন সকল কর্মসুচি  স্থগিত রেখে  বৃহত্তর স্বার্থে তদন্ত কমিটির কাজে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই তদন্ত কমিটির যথার্থ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা নিম্নলিখিত বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:   
 
১. সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নামে আহ্বান করা ২০শে জুনের এজিএমের বৈধতা খতিয়ে দেখা।  
২. গত ৭ জুন ২০২১ তারিখে সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতির অনুমোদন ছাড়া এবং মাত্র চারজনের উপস্থিতে এক্সিকিউটিভ কমিটির সভা আয়োজনের বৈধতা ক্ষতিয়ে দেখা।     
৩. গত ৭ই জুন সভা শেষে সিনিয়র সহ-সভাপতির বাসায় গিয়ে জোরপূর্বক মিটিং মিনিটস ও বিভিন্ন দলীলে স্বাক্ষর গ্রহণের অভিযোগ ক্ষতিয়ে দেখা। এছাড়াও সভায় উপস্থিত না থাকা এক্সিকিউটিভ কমিটির আরও সদস্যদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণের প্রচেষ্টার অভিযোগ ক্ষতিয়ে দেখা। 
৪. গত ১০ই জুন এক পক্ষের প্রকাশিত সংবাদ অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখা।  
৫. গত ১২ জুন এক পক্ষের প্রকাশিত সংবাদ অনুযায়ী সংগঠনের পাব্লিক অফিসারকে অপসারণের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখা। 
৬. গত ১৬ জুন ২০২১ অপরপক্ষের আয়োজিত সভাপতি ও পাব্লিক অফিসার সহ  ৯ জন সদস্যের উপস্থিতিতে এক্সিকিউটিভ কমিটির সভার বৈধতা খতিয়ে দেখা। 
৭. সংগঠনটির ব্যাংক একাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা।
৮. পাসওয়ার্ড পরিবর্তন করে সংগঠনের অফিশিয়াল ইমেইলে এড্রেস, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ এবং ওয়েবসাইট ব্যক্তির দখলে নেয়া এবং ব্যাক্তি স্বার্থে ব্যাবহারের অভিযোগ ক্ষতিয়ে দেখা   
৯. সংগঠন বরাবরে স্থানীয় এমপির কাছ থেকে আসা ইমেইলকে বিকৃত করে ব্যাক্তিগত স্বার্থে ব্যাবহারের অভিযোগ খতিয়ে দেখা।  
১০. সংগঠনের সভাপতি সহ চারজন এক্সিকিউটিভ কমিটির সদস্যের পদত্যাগের অভিপ্রায় যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করে গৃহিত হওয়ার দাবীর যথার্থতা ক্ষতিয়ে দেখা। 
১১. কোনরূপ পুর্ব নোটিশ ছাড়া সংগঠনের সদস্যদের সদস্যপদ বাতিলের একপক্ষের দাবীর সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখা।  
১২. শুধুমাত্র আংশিক সদস্যদের তালিকা প্রকাশের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ খতিয়ে দেখা। 

১৩. প্রকাশিত সদস্য তালিকার সাথে ব্যাঙ্কে জমাকৃত সদস্য ফিস মিলিয়ে দেখা। 
১৪. অনুমোদন ছাড়া সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দের ছবি ও নাম ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ  খতিয়ে দেখা ।   
১৫. অপ্রীতিকর টেক্সট ম্যাসেজ, ইমেইল, ইত্যাদি পাঠিয়ে উত্ত্যাক্ত করার অভিযোগ খতিয়ে দেখা। 
১৬. উভয়পক্ষের ভাষ্য আমলে নিয়ে একটি সমঝোতার উপায় খুজে বের করা।  
উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ এবং ন্যায়নিষ্ঠ উপসংহারে পৌছানোর জন্য সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য এবং নেতৃবৃন্দ, স্থানীয় এমপি এবং তাঁর অফিসের কর্মকর্তাবৃন্দ সহ সকল পর্যায়ে বিস্তারিত আলোচনা করে রিপোর্ট তৈরি করা হবে। আশা করা হচ্ছে  যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে শীঘ্রই তারা একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটির সকল সদস্য এবং বিশেষ করে কমিউনিটি সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে সক্ষম হবেন।   
ধন্যবাদান্তে,
 
আব্দুল্লাহ ইউসুফ 
পাবলিক অফিসার ও সিনিয়র সহ সভাপতি 
সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল ইঙ্ক. 

avertisements 2