সিডনিতে মাহিউদ্দিন স্মরণে দো'য়া মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:২৪ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
গত ২রা জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার উদ্যেগে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এডমোনসন পার্কের সুপরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিনের একমাত্র ছেলে মাহিউদ্দিন (১৭) দুর্ঘটনায় ইন্তেকাল করে ১৫ই ডিসেম্বর ২০২৩ শুক্রবার। তারই স্মরণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিউনিটির বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতি সংক্ষিপ্ত কয়েকজনের বক্তব্যের পর ভারাক্রান্ত মনে কথা বলেন মরহুম মাহিউদ্দিনের পিতা সুপরিচিত বিশিষ্ঠ ব্যবসায়ী গিয়াসউদ্দিন। তার আবেগজড়িত হৃদয়বিদারক কথায় মুহূর্তেই উপস্থিত সকলের চোখের কোনে পানি জ্বল জ্বল করতে থাকে।
সবশেষে দো'য়া পরিচালনা করেন সিডনির সুপরিচিত সমাজ সেবক, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার সিনিয়র নেতা মুফাজ্জাল হোসেন ভুইয়া।