avertisements 2

সিডনির প্রিয়মুখ হারুন অর রশিদের স্ত্রীর জানাজা আগামীকাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ১২:৪৪ পিএম, ২ এপ্রিল, বুধবার,২০২৫

Text

সিডনির অতি পরিচিত মুখ হারুন অর রশিদের  স্ত্রী ফুনদা গুলডার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার নামাজে জানাজা আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) দুপুর ১:১৫টায় Auburn Gallipoli Mosque, 15/19 Gelibolu Parade, Auburn-এ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরহুমাকে Rookwood কবরস্থানে দাফন করা হবে।

হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে নেতা এবং অতি পরিচিত একজন ব্যক্তি। তার স্ত্রীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার তৌফিক দিন

বিষয়:

আরও পড়ুন

avertisements 2