সাংবাদিক আবদুল মতিনের মায়ের মৃত্যুতে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের শোক প্রকাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৯:০৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অষ্ট্রেলিয়ায় বাংলাদেশী সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলর সাধারণ সম্পাদক আবদুল মতিনের জননীর মৃত্যুতে সংগঠনটির নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম, সহ-সভাপতি শিবলী আবদুল্লাহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশী সাংবাদিকদের এই পেশাজীবি সংগঠনটির এবং সকল সাধারণ সদস্যদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতের উচ্চ মর্যাদা প্রদানের দোয়ার কথা জানান। তারা এ সময় মরহুমার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের জন্য ধৈর্য্য ও মানসিক শক্তির প্রার্থনাও করেন। সংবাদ বিজ্ঞপ্তি