অনিয়ম, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সভাপতিসহ অধিংকাশ সদস্যদের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কিছু সদস্য কর্তৃক সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলকে কুক্ষিগত করা, সাংগঠনিক নীতিমালার তোয়াক্কা না তাদের একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রতিবাদে পদত্যাগের ঘোষনা দিয়েছেন সভাপতি ড এনামুল হক সহ অধিংকাশ সদস্য ।
সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ড এনামুল হক জানিয়েছেন, সংগঠনের কয়েকজনের অন্যায়, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অস্বচ্ছতা মেনে নিতে না পেরে সংগঠন থেকে পদত্যাগ করার ঘোষণা করেছেন। তিনি আরও জানান যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সভাপতি, সহ-সভাপতি, ট্রেজারার ও জয়েন্ট সেক্রেটারি ইতিমধ্যেই পদত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন । এছাড়াও কার্যকরি পরিষদের আরও সদস্যরা পদত্যাগ করছেন বা করবেন বলে জানা গেছে এবং অনেকেই তাদের সদস্যপদ আর নবায়ন করতে আর ইচ্ছুক নন বলে জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত তাদের পদত্যাগপত্র কার্যকরি পরিষদে আনুষ্ঠানিক ভাবে গৃহিত হওয়ার খবর পাওয়া যায়নি।
সদস্য সংগঠনগুলোর মধ্যে থেকে সিডনির সুপরিচিত ও প্রধান মিডিয়াগুলোর কেউই থাকছেন না বলে জানা গেছে । এর মধ্যে রয়েছে সুপ্রভাত সিডনি, বাংলা কথা, স্বাধীন কন্ঠ ইসলামী বার্তা সহ কয়েকটি মিডিয়া । সংগঠনটি আগামী ২০শে জুন তাদের সাধারণ সভা হবার কথা ঘোষণা করে থাকলেও বর্তমান পরিস্থিতিতে একটি সাংবিধানিক সঙ্কটে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে।