
রাশেদুল ইসলাম
হজ্বে যাওয়া নিয়ে কথা
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:৫০ পিএম, ৩০ জুলাই, বুধবার,২০২৫

(তিন)
আমাকে দিনে রাতে দুবার ইনসুলিন নিতে হয় । ইনসুলিন মানে ইনজেকশন । শরীরে খোঁচাখুঁচি । এ কারণে ভয়ে অনেকে ইনসুলিন ব্যবহার করতে চান না । আমি অবশ্য ইনজেকশনে তেমন ভয় পাইনে । কারণ এসব মুহূর্তে আমি আব্দুল আলীমের একটি গানের কয়েক লাইন মনে করার চেষ্টা করি -
“পরের জাগা, পরের জমি,
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই” ।
তারমানে আমার এই শরীর বা দেহ কাঠামো আমার নিজের নয় । শরীরটা পরের । আমি এখানে আশ্রয় নিয়েছি মাত্র । এ কারণেই একজন মুসলমান নারী বা পুরুষ মারা গেলে আমাদের বলতে হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ; অর্থাৎ, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হয়’। এর মাঝে নির্দিষ্ট কিছু সময়ের জন্য একটা শরীরে আমাদের আশ্রয় নিতে হয় ।
হিন্দু ধর্মেও একই কথা বলা হয় । একইভাবে সদ্য পিতৃহারা একটি সন্তান সবাইকে বলেন, ‘তাঁর বাবা দেহত্যাগ করেছেন’। তারমানে তাঁর বাবা একটি দেহের মধ্যে বাস করতেন । সেই দেহ ছেড়ে তিনি চলে গেছেন।
ইনজেকশন নেওয়ার সময় এ ধরণের চিন্তার কারণে বোধহয় আমার শরীরে ইনজেকশন দেওয়ার কোন ব্যাথা অনুভব করিনে । কারণ, শরীরটা তো আমার নিজের নয় ।
এসব অবশ্য আমার লেখার বিষয় নয় । আমার লেখার বিষয় আমার মত ইনসুলিন নেওয়া হজ্বযাত্রীদের সমস্যা নিয়ে । ইনসুলিন ফ্রিজে সংরক্ষণ করতে হয় । ১০ মিনিটের বেশি ইনসুলিন বাইরে রাখার নিয়ম নেই । এক্ষেত্রে হজ্ব যাত্রাপথের ১০/১২ ঘণ্টা ইনসুলিনের কি হবে ? লাজফার্মার একজন তরুণ বিক্রেতা জানান, ইনসেপ্টার এক ধরণের বক্স আছে, তাতে ইনসুলিন নিরাপদে বহন করা যেতে পারে। ১০/১২ ঘণ্টায় কোন অসুবিধা হবে না । ছেলেটি সেই ব্যাগের ব্যবহারবিধি আমাকে বুঝিয়ে দিয়ে বিনীতভাবে একটি অনুরোধ করেন । তাঁর অনুরোধের বিষয়, আমি যেন ক্বাবাশরীফে গিয়ে আল্লাহর দরবারে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করি । তাঁর পরিবারে যেন আর্থিক সুখ ও সচ্ছলতা আসে । আমি সম্মত হলে তাঁর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে । তারমানে আমাদের সাধারণ ধর্ম বিশ্বাসী মানুষ শতভাগ বিশ্বাস করে, হজ্বে যাওয়া মানে আল্লাহর দরবারে হাজির হওয়ার মত বিষয়; যেখানে সরাসরি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নিজের এবং অন্যের জন্য ফরিয়াদ জানান এবং তার ফল পাওয়া সম্ভব ।
এখানে উল্লেখযোগ্য দুটি বিষয় ব্যাখ্যা করা যেতে পারে।
এক, আল্লাহর দরবার, দুই, দোয়া ।
দুটি বিষয়ই অদৃশ্যমান । আল্লাহর দরবার বলে দৃশ্যমান কিছু নেই বা দোয়ারও দৃশ্যমান কোন অস্তিত্ব নেই ।
এই অদৃশ্যমান আল্লাহ্ এবং তাঁর একক ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন একজন মুসলমান হওয়ার প্রথম শর্ত । পবিত্র কোরআনের মর্ম অনুযায়ী একজন মুসলমান দুটি গুণাবলীতে ভূষিত ।
এক, একজন মুসলমান বিশ্বাসী এবং
দুই, একজন মুসলমান সৎকর্মশীল ।
পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে,
‘যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের কর্মফল হিসেবে তারা হবে জান্নাতের স্থায়ী মেহমান’ (আয়াত ১৯, সূরা সেজদা)।
হজ্বের বিষয়টি পুরোপুরি একজন মুসলমানের বিশ্বাস নির্ভর । বিশ্বাসের ক্ষেত্রে একজন মুসলমানের ৫ টি অবশ্য পালনীয় দায়িত্ব রয়েছে । তার একটি হজ্বব্রত পালন। একজন সচ্ছল মুসলমানের জন্য জীবনে একবার হজ্ব করা ফরজ বা অত্যাবশ্যক করা হয়েছে ।
মূলত সচ্ছল ব্যক্তিরাই সমাজের চাবিকাঠি । তাঁরাই সমাজের যাবতীয় কলকাঠি নাড়ে । তাই পবিত্র কোরআনে বলা হয়েছে,
‘কোন জনপদ ধ্বংস করার আগে আমি সেখানকার বিত্তবান ও প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দিই’ (আয়াত ১৬, সূরা বনি ইসরাইল)।
মহান আল্লাহ্ মানুষকে তাঁর প্রতিনিধি নির্বাচন করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেদিক দিয়ে হজ্বকে আল্লাহর প্রতিনিধি সম্মেলন বলা যেতে পারে । হজ্বে কথাবার্তা তেমন কিছু নেই । হজ্বের যে ৩ টি ফরজ এবং ওয়াজিবের কথা বলা হয়েছে, সেখানেও অতিরিক্ত কথাবার্তার কিছু নেই । যেমন হজ্বের ৩টি ফরজ-
১। ইহরাম বাঁধা। ২। আরাফার ময়দানে অবস্থান এবং ৩। তওয়াফে জিয়ারত ।
হজ্বের ৬টি ওয়াজিব-
১। সাফা- মারওয়া সাঈ করা, ২। মুযদালিফায় রাত্রি যাপন, ৩। মিনায় কংকর নিক্ষেপ ৪। কোরবানি করা ৫। মাথা মুন্ডানো এবং ৬। বিদায়ী তওয়াফ ।
তারমানে হজ্বের ফরজ বা ওয়াজিব পালনের ক্ষেত্রে কথাবার্তার তেমন কিছু নেই । বার বার শুধু বলা,
‘লাব্বাইয়কা আল্লাহুমা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ।
ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মূলক
লা শারিকা লাক’ ।
বাংলা অর্থে-
আমি হাজির, আয় আল্লাহ্ ! আমি হাজির !
আমি হাজির তোমার কোন শরিক নেই,
আমি হাজির ।
নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই ।
আর সকল রাষ্ট্র ও রাজ্য একমাত্র তোমার ।
তোমার কোন শরিক নেই’ ।
ফলে আপাতদৃষ্টিতে সুনির্দিষ্ট ৫ টি দিনে (৮ যিলহজ্ব থেকে ১২ যিলহজ্ব) ৫ টি স্থানে সুশৃঙ্খলভাবে যথানিয়মে ৯ টি (ফরজ ও ওয়াজিব) ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার নাম হজ্ব । কিন্তু প্রকৃত পক্ষে গোটা বিষয়টি মনস্তাত্ত্বিক -বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ধর্ম বিশ্বাসী আল্লাহভীরু (মুত্তাকিন) মুসলমানদের মহাপ্রভু আল্লাহর সান্নিধ্য লাভের একটি আধ্যাত্মিক যাত্রার নাম হজ্ব।
হজ্বের বিভিন্ন করণীয় বিশ্লেষণ করা হলে বিষয়টি আরও পরিস্কার হতে পারে ।
মহান আল্লাহ্ আমাদের হজ্বকে সহজ করে দিন এবং তা কবুল করুন ।
দোয়া চাই সকলের ।
(চলমান)

ব্যারিস্টার আরমানকে টিএফআই সেলে রাখার বিষয়টি আমি জানতাম

আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী ছিলেন হাবিব ও ডিবি হারুন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ

প্রতীকী মূল্যে সরকারি জমি কাউকে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

ব্যাংককের ব্যস্ত বাজারে বন্দুক হামলায় নিহত ৫, হামলাকারীর আত্মহত্যা

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের দেওয়া ফেসবুক পোস্ট ভাইরাল

এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না : শবনম ফারিয়া

দেশজুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের

‘সমন্বয়ক’ রিয়াদের হঠাৎ উত্থান , এক বছরেই গ্রামে পাকা বাড়ি!

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম

বাঙালীর ভাষা ও জাতীয়তা

পশ্চিমবঙ্গে ‘বাংলা হিন্দু হোমল্যান্ড’ দাবি : কথিত বাংলাদেশিমুক্ত রাজ্য গড়ার ডাক শুভেন্দু অধিকারী

আল-জাজিরার সাংবাদিকের কড়া সমালোচনা করলেন ছাত্র ইউনিয়ন নেত্রী

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু

প্রণব মুখার্জি আর নেই
