অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:৪৩ এএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
গত ২৮ সেপ্টেম্বর সিডনির স্থানীয় একটি রেঁস্তোরায় অস্ট্রেলিয়া আওয়ামীলীগ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশিষ্ট আইনজীবি এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক পিএস চুন্নুর পরিচালনায় দোয়া অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের পশু ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট স ম রেজাউল এমপি টেলিফোনে অংশগ্রহন করেন। রেজাউল করিম শেখ হাসিনার নেতৃত্বে দেশ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ধারাবাহিক চিত্র তুলে ধরেন। কোভিড-১৯ মোকাবেলায় শেখ হাসিনার অনন্য সাধারন সাফল্য ইতোমধ্যে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন এই অতিমারী জনবহুল বাংলাদেশে মৃত্যুর হার অত্যন্ত নিম্নে রাখতে সক্ষম হয়েছে। এমনকি জিডিপি গ্রোথও কাঙ্খিত মাত্রায় রয়েছে। জনাব স ম রেজাউল প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু কামনা করেন এবং এই মহামারীর মধ্যে স্বাস্থ্য বিধি মেনে এই মহতী অনুষ্ঠান আয়োজনে অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রতন কুন্ডু, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকর এবং উপস্থাপক আকিদুল ইসলাম, সাংবাদিক, কলামিস্ট এবং সাবেক ছাত্রনেতা শফিকুল আলম শফিক, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী আব্দুল খান রতন, এ কে হক, মোসলেউর রহমান খুশবু, সাবেক ছাত্রনেত্রী সেলিমা বেগম, সাবেক ছাত্রনেতা এবং অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা আবুল বাশার রিপন, মেহেদী হাসান কচি, দিদার হোসেন, লাল্টু চেয়ারম্যান, অস্ট্রেলিয়া ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আবদুস সালাম মোনাজাত পরিচালনা করেন। এ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং সিডনি আওয়ামীলীগের সভাপতি গাউসুল আলম শাহাজাদার রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবুল বাশার রিপন।
সভাপতি জনাব সিরাজুল হক সবাইকে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মোৎসব সভার সমাপ্তি ঘোষনা করে সবাইকে ডিনারে অংশগ্রহনের আমন্ত্রণ জানান।