avertisements 2

প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটনের হুশিয়ারী

বেইজিংয়ের বিরুদ্ধে না দাঁড়ালে অস্ট্রেলিয়া ও মিত্ররা ‘পরবর্তী দশক হারাবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিরুদ্ধে না দাঁড়ালে ক্যানবেরা এবং এর মিত্ররা ‘পরবর্তী দশককে হারাবে’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমরা একটি উল্লেখযোগ্য সময় হারিয়েছি, যেখানে চীন দক্ষিণ চীন সাগরে তাদের কার্যকলাপের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে।’

ডাটনকে উদ্ধৃত করে দ্য সিডনি মর্নিং হেরাল্ড বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা সামরিকী বাহিনী জোরদারে এখন রাজি হয়েছে, যেখানে ২০টি পয়েন্টে চীনের উপস্থিতি রয়েছে। এটি এই অঞ্চলে স্থিতিশীলতা আনবে না।’

বিষয়টির উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যদি সেই পথ ধরে চলতে থাকি, তাহলে আমি মনে করি আমরা আগামী এক দশক হারাব। আমার মনে হচ্ছে এই ব্যাপারে আমাদের সৎ থাকা ভালো।’

তিনি বলেন, চীন সম্পর্কে বলতে অস্ট্রেলিয়ার জনগণকে গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে হবে যে গত এক দশকের পুনরাবৃত্তি যেন না ঘটে, যখন বেইজিং দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করেছিল।

অস্ট্রেলিয়া ২০৩৮ সালের আগে তাদের প্রথম পারমাণবিক সাবমেরিন পাবে বলে আত্মবিশ্বাসী প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এইউকেইউএস’ চুক্তির অধীনে মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি আশ্বস্ত, সাবমেরিনগুলেঅ প্রত্যাশার চেয়ে কয়েক বছর আগে তৈরি করা হবে।

দক্ষিণ চীন সাগর অঞ্চলে ‘বিরাজমান শান্তির’ ওপর তার নজর ছিল জানিয়ে ডাটন বলেন, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে বেইজিংয়ের সঙ্গে ব্যাপক উত্তেজনায় থাকা অস্ট্রেলিয়াই একমাত্র দেশ নয়।

অস্ট্রেলিয়ায় চার দেশের কোয়াডের নিরাপত্তা বিষয়ের সংলাপের আগ মুহূর্তে এসব কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ডাটন। ওই সংলাপে কোয়াডভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত হবেন। চীনের বিরুদ্ধে দাঁড়াতে এই সংলাপ নিরাপত্তা ও উন্নয়ন সহায়তার বিষয়ে সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

avertisements 2