avertisements 2

আগামীকাল থেকে অস্ট্রেলিয়া জুড়ে পবিত্র রমজান মাস শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মার্চ, বুধবার,২০২৩ | আপডেট: ১০:৪২ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

অ্যাস্ট্রোনমিকাল ক্যালক্যুলেশন বা জ্যোর্তিবিজ্ঞানের গণনা অনুসারে অস্ট্রেলিয়ার অধিকাংশ মুসলমানরা আগামীকাল  ২৩ মার্চ বৃহস্পতিবার রোজা পালনের মাধ্যমে পবিত্র রমজানকে স্বাগত জানাবে। এ দিন তারা প্রথম রোজা পালন করবে।

১৪৪৪ হিজরির রমজান মাসের প্রথম দিন হবে ২৩ মার্চ বৃহস্পতিবার।আজ  বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়ার অধিকাংশ মসজিদে শুরু হবে তারাবিহ নামাজ। অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শুরু হয়েছে তারাবীহ নামাজের প্রস্ততি।

স্থানীয়ভাবে চাঁদ দেখা না-দেখা নিয়ে মতপার্থক্যের কারণে অস্ট্রেলিয়া প্রায় প্রতিবছরই দুই দিনে রোজা রাখা এবং ঈদ করা হয়। অভিবাসী মুসলমানদের অনেকেই নিজ নিজ দেশের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন।তবে বেশির ভাগ বাংলাদেশি  মূলত  মুনসাইটিং অষ্ট্রেলিয়ার নির্দেশনা অনুসরন করে থাকে। মুনসাইটিং অষ্ট্রেলিয়ার আজ রমজান মাস কবে শুরু হবে তার ঘোষনা করবে।

এদিকে পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজী মুসলমানদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

এদিকে অস্ট্রেলিয়া জুড়ে পবিত্র রমজান মাসে মুসলিম প্রধান সাবারবগুলোতে অন্য রকম আবহ তৈরি হয়ে যায়। নামাজিদের সংখ্যা বেড়ে যায়। মুসলিমপ্রধান এলাকায় হালাল গ্রোসারিগুলোতে চলে নানান পণ্যের বিক্রি।বিশেষ করে সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশী বংশোদ্ভুতদের আধিক্য চোখে পড়ার মতো। আর তাইতো বিকেল থেকেই বসে ইফতারির বিশেষ স্টলগুলি। রেইলওয়ে প্যারেডে প্রায় সবগুলি বাঙ্গালী দোকানের সামনেই ইফতারির টেবিল সাজানো দেখা যায়। কেউ হালীম বিক্রী করছে, কেউ বুট, বেগুনী, গুমনি, আলুচপ, জালিকাবাব, বিভিন্ন রকম বেসনে ভাজা খাবার, চিকেন ফ্রাই, জিলাপী, বিভিন্ন রকম মিষ্টিসহ রকমারি ইফতারের সমারোহ।দিনের বেলা বাঙ্গালীদের ইফতারের বেচাকেনা যেমন চোখে পড়ার মতো, তেমনি রাতের ল্যাকেম্বাও সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় রাস্তায় বার্বিকিউর বড় বড় চুল্লি বসিয়ে বিভিন্ন ধরনের বার্গার  সহ মূখরোচক খাবার বিক্রি শুরু হয়েছে। স্হানীয় কাউন্সিলের উদ্যোগে পুরো রোজার মাসে ধরে রমদান নাইটস নামে উৎসবটি চলবে ।  ইফতারের পর শুরু হয়ে এই আয়োজন চলে সেহেরির সময় পর্যন্ত।

avertisements 2