avertisements 2

মন্ত্রী রেজাউল করিমের মায়ের মৃত্যুতে গ্রেটার বরিশাল এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:৩২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


 
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের গর্বিত মাতা। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি তার সন্তানদের উচ্চশিক্ষা ও মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

 

মৎস ও পশু সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব স. ম. রেজাউল করিম সাহেবের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে গ্রেটার বরিশাল এ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া, গভীর শোক প্রকাশ করছে। মরহুমার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করছে। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর বেহেস্ত নসীব করার মোনাজাত করছে, আমিন। এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আবুল বাশার খান এই শোকবার্তাটি পাঠিয়েছেন।

বিষয়: মৃত্যু শোক
avertisements 2