avertisements 2

নিউ সাউথ ওয়েলসের স্যাংচুরী পয়েন্ট থেকে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনের ভাসমান মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২১ পিএম, ১৩ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০২:২৩ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

আজ  ১৩ ডিসেম্বর, রোববার সিডনি সিবিডি থেকে ১৯০ কিলোমিটার দূরে নিউ সাউথ ওয়েলসের স্যাংচুরী পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয় পড়ূয়া বাংলাদেশী বংশোদ্ভূত তরুন  সাহাদ নোমানী (২০) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঐ এলাকায় সে তার চারজন বন্ধু সহ সেখানে বেড়াতে গিয়েছিল।সে লাকেম্বার সন্নিকটে ওয়ালী পার্কস্থ নিবাসী কৃষিবিদ মোহাম্মদ নোমানীর বড় ছেলে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত   অব্যাহত আছে। প্রসঙ্গত অস্ট্রেলিয়াতে গত কয়েক সপ্তাহধরে একাধিক বাংলাদেশীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিষয়: মৃত্যু
avertisements 2