মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ এএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:২৩ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
সিডনির ল্যাকাম্বার মাহি হালাল বুচারি ও ঘরোয়া কিচেন এর অন্যতম স্বতাধিকারী ও সৌখিন মৎস শিকারী মাহাদী খান সিডনির অদূরে পোর্ট কেম্বলার ফিশারম্যানস বিচের কাছের হিল 60 নামক স্হানে মাছ ধরতে গিয়ে গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় দিকে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় পানিতে পড়ে মারা গেছেন। ঘটনার সময় তার সাথে আরো দুজনও পানিতে পড়ে যায় । সার্ফ ও উদ্ধারকর্মীদের যৌথ দল সমুদ্র থেকে উদ্ধার করে পোর্ট কেম্বলার সৈকতে নিয়ে যায়। তাদের মধ্যে মাহাদী খানকে সিপিআর দেওয়া হলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। আরেকজন হাসপাতালে মৃত্যুবরন করেন। সৌভাগ্যক্রমে তৃতীয়জনকে অক্ষত অবস্হায় উদ্বার করা হয়। ঐ স্হানে মাত্র তিন সপ্তাহ আগে আরো ঠিক তিন ব্যক্তি ঠিক একইভাবে মারা যায়।মাহাদী খান, বাবা-মায়ের এক ছেলে এবং সম্প্রতি বিয়ে করেছিলেন, তার স্ত্রী বাংলাদেশে রয়েছে বলে জানা গেছে । সন্তানের আকস্মিক মৃত্যু তার বাবা গুরুতর অসুস্হ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ছবি ও ভিডিও ফেসবুক হতে সংগৃহীত)