জেল হত্যা দিবস নিয়ে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪২ পিএম, ১৭ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১১:১১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত দিন। এই দিনে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে কারাগারের প্রকোষ্ঠে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় সিডনির ল্যাকেম্বার এক রেস্তোরাঁয় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ হারুনুর রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভা উপস্থিত সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবার বর্গ ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এই সময় ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু,সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম (বেলাল ), বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি শাহ আলম,সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মইদুজ্জামান সুজন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক রোমেল, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক অপু সরোয়ার,অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান মেনথন, দপ্তর সম্পাদক সোহেল শিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি প্রমুখ।
এই সময় আরো উপস্হিত ছিলেন নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান ফারুক শিমুন রবিন, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সোহেল, ছাত্রনেতা মোঃ সোহেল, সোমন মৃর্ধা, রাজন , ফরহাদ,শুকুর আলী ও তানভীর হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। হত্যাকারী ও তাদের দোসররা চেয়েছিল পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নিতে।আজও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আগিয়ে যাওয়ার আহ্বান জানান।