যৌন সম্পর্কের জন্য কিশোরীকে চাপ, অস্ট্রেলিয়ান পুলিশের জালে যুবক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৭ পিএম, ২১ অক্টোবর,
বুধবার,২০২০ | আপডেট: ০২:৫৯ পিএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

অস্ট্রেলিয়ার কোডানুপ শহরের ৩৫ বছর বয়সী এক বাসিন্দাকে আগামি রবিবার আদালতে তোলার কথা আছে। নিউ সাউথ ওয়ালেস পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি অনলাইনে এক কিশোরীকে যৌন হয়রানি করেছেন।
গত জুলাই মাসের ঘটনা। ১৪ বছরের এক কিশোরীর অভিভাবক নিউ সাউথ ওয়ালেস পুলিশের কাছে অভিযোগ করে। তাদের অভিযোগ, অনলাইনে তাদের মেয়েকে লাগাতার যৌন হয়রানি করছে এক ব্যক্তি।
তদন্তে জানা যায়, চলতি বছরের ১ মে থেকে ২০ মে এর মধ্যে ওই কিশোরীকে এক হাজারের বেশি বার্তা পাঠিয়েছেন অভিযুক্ত। দুই শতাধিকবার ফোন কল করেছেন।
এমনকি কিশোরীর বয়স সম্পর্কেও জানেন তিনি। তার পরেও যৌন সম্পর্কের জন্য তাকে চাপ দিয়েছেন। গত ২ অক্টোবর অভিযুক্তকে আটক করা হয়। এরপর অল্প বয়সী কিশোরীকে যৌন সম্পর্কের জন্য চাপ ও অনলাইনে হয়রানির অভিযোগে মামলা করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।
সূত্র : পার্থ নাউ
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
