শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আটক ৪৪
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১২ এএম, ২৮ অক্টোবর,
বুধবার,২০২০ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
শিশুদের অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো উপাত্ত থাকা এবং শিশু নির্যাতনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে অস্ট্রেলিয়া পুলিশ। এছাড়া অন্তত ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে শেয়ার করা ছবি ও ভিডিওর ভিত্তিতে এক বছর ধরে অনুসন্ধানের পর এ ধরনের পদক্ষেপ নিল পুলিশ।
জানা গেছে, আটক ব্যক্তিদের বয়স ১৯ বছর থেকে ৫৭ বছরের মধ্যে। মোট ৩৫০টি অভিযোগ তদন্ত করে তাদের আটক করা হয়। প্রত্যেকটি অভিযোগ শিশুদের অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো ছবি কিংবা ভিডিও অনলাইনে পোস্ট করা সংক্রান্ত।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ভিডিওতে শিশুদের সঙ্গে অস্বাভাবিক যৌনতাও দেখানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা
সিডনিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান, শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উম্মোচন





