avertisements 2

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫ | আপডেট: ১১:০১ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

Text

গত ১০ আগষ্ট ২০২৫ রবিবার সন্ধ্যায় সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বার প্যারী পার্কের এ.এন.এস.সি. হলে চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদ স্মরণ অনুষ্ঠান "রক্তাক্ত জুলাই ভুলি নাই" শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভ্যুত্থান সম্পর্কিত আলোচনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন ও মাওলানা ফেরদৌস আলমের পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে।

সাংস্কৃতিক অনুষ্টানমালায় “কালো মেয়ের জন্য পঙক্তিমালা” কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করেন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স অস্ট্রেলিয়ার সদস্য মুকুল খান। তারপর জুলাই আর্কাইভ নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী, সমবেত কণ্ঠে জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় সংগীত পরিবেশন, বিশেষ কবিতা আবৃত্তি করেন আসিফ ইকবালের বিদ্রোহী কণ্ঠে "এই মৃত্যু উপত্যকা আমার দেশ না" শামসুল সরকার রতন এর “একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার”। তাছাড়াও শিশুদের আঁকা আঁকি প্রতিযোগিতা, “বাংলাদেশের ইতিহাস ও জুলাই" শীর্ষক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

প্রধান অতিথি আন্তর্জাতিক হিউমান রাইটস লয়্যার জাকি ওমর অভ্যুত্থানে স্বাধিকার এর বয়ান নির্মাণ এর উপর গুরুত্ব আরোপ করেন ও চব্বিশের জুলাই এ মানবাধিকার লঙ্ঘন এবং সেটার প্রতিরোধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর এবং সহকর্মীদের সক্রিয় উদ্যোগ এর কথা স্মরণ করেন।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  ক্যাম্পবেলটাউন সিটির সন্মানিত সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর মাসুদ খলিল, বিশিষ্ট সোশ্যাল ডকুমেন্টারিয়ান ও মাল্টিমিডিয়া আর্টিস্ট বেলিন্ডা মেসন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স অস্ট্রেলিয়া প্রতিনিধি সালওয়া শামস, সেভ বাংলাদেশ এর প্রতিনিধি ড. মোহাম্মদ ইউসুফ এবং জুলাই যোদ্ধাদের নেতৃত্বের পক্ষ থেকে অনলাইনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতাশাম হক ও আপ বাংলাদেশের প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিতিদের স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা অস্ট্রেলিয়ার সদস্য মোশতাক আহমেদ।

এ প্রাণবন্ত অনুষ্ঠানটি সফলভাবে উপস্থাপনা করেন নিশু রহমান ও মো: ফাহাদ হক। উল্লেখ্য এ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন সৈয়দ আল মামুন, আসলাম আহমেদ, তানভীর হাসান, সায়েমা শারমিন, ফাবিহা অবন্তী, রায়হান হোসাইন, সাদ্দাম রশীদ, আসিফ খান, আবুল হুসাইন জিয়া, আরিফ ইসলাম, রাফসান, আশিক ইকবাল, নিহাল হুসাইন, জায়েদ মুনতাসির, নাজমুস সাকিব, আবু রায়হান তালহা, কাজি ওয়াসিফ, আব্দুর রহমান জামি, ময়নুল ইসলাম ফাহিম, সাইফুল ইসলাম মেরাজ, শেখ শাহ পরান, নাজমুস সালেহ নাহিদ, ইউসুফ আমিন শুভ প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2