avertisements 2

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ নভেম্বর, বুধবার,২০২৫ | আপডেট: ০১:৩১ পিএম, ২ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

ফাইল ছবি

পুরান ঢাকায় চাঞ্চল্যকর ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যায় ব্যবহৃত দুটি পিস্তলও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিস্তারিত জানাবে ডিবি।

এর আগে গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, পুরোনো একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মামুনকে গুলি করে হত্যা করা হয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2