বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি চীন’: অস্ট্রেলিয়ান অণুজীব বিজ্ঞানী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০০ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:০২ এএম, ১৮ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তদন্ত দলকে করোনাভাইরাসের উৎস সন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তদন্তদলের একজন সদস্য অস্ট্রেলিয়ান অণুজীববিজ্ঞানী ডোমিনিক ডুয়ের আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম দিকে করোনা শনাক্ত হওয়া রোগীদের প্রাথমিক তথ্য (র ডাটা) চাওয়া হলেও তাদের শুধু সারসংক্ষেপ দেওয়া হয়েছে।
ডোমিনিক ডুয়ের বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে যে ১৭৪ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছিল তাদের বিষয়ে ‘র ডাটা’ চেয়েছিলাম। প্রথম দিকে যারা আক্রান্ত হয়েছিল তাদের অর্ধেক উহানের সেই আলোচিত সি ফুড মার্কেটের সঙ্গে সম্পৃক্ততা ছিল। তিনি বলেন, সে কারণে আমরা খুব করে এগুলো চাচ্ছিলাম। কেন তা দেওয়া হয়নি সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না।
এই পরিস্থিতিতে চীনের প্রতি তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছে তারা। করোনার উৎস চিহ্নিত করার জন্য ৩৪ সদস্যের বিশেষজ্ঞ টিম চীনের উহানে যায়।
গত সপ্তাহে চীনে তদন্ত শেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলের পক্ষ থেকে বলা হয়, উহান শহরের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা ‘নেই বললেই চলে’ বলে তাদের মনে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বিশেষজ্ঞ দল বলছে, প্রাণঘাতী ভাইরাসটির উৎস ‘অচিহ্নিত থেকে গেছে’। কোন প্রাণী থেকে মহামারি করোনার প্রাদুর্ভাব ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
একই সঙ্গে ২০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনা উহানের একটি ল্যাব থেকে ছড়ানোর আশঙ্কাও নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞ দলটি। বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারণা করে আসছেন যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে।
সি ফুডের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীও ওই মার্কেটে বিক্রি হতো, যা পরে বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ। গোড়ার দিকে সাপ, বাদুড় ও ভোঁদড়ের দিকে ইঙ্গিত ছিল অনেকের। ২০১৯ সালের ডিসেম্বরে সেখানে মানবদেহে প্রথম করোনাভাইরাস চিহ্নিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম শনাক্ত চিহ্নিতের আগে কিছু সার্স-কোভ-২ আক্রান্তের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এগুলো নিয়ে আরো বিস্তারিত গবেষণা করা হবে।
সূত্র : রয়টার্স।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন
অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত





