রাষ্ট্রভাষা বাংলার জায়গা নিচে, ইংরেজি উপরে — ক্ষোভ যাত্রীদের
ঢাকা বিমানবন্দরে বাংলা ভাষার অবমাননা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১২ নভেম্বর,
বুধবার,২০২৫ | আপডেট: ১১:৫৭ পিএম, ১২ নভেম্বর,
বুধবার,২০২৫
বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। অথচ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে বাংলা ভাষাকে দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়া হয়েছে। বিমানবন্দরের বিভিন্ন সাইনবোর্ডে ইংরেজি লেখা উপরে, আর বাংলা লেখা নিচে দেওয়া হয়েছে — যা রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পরিপন্থী বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
বিমানবন্দরের “Foreign Passport”, “Arrival”, “Transit”, “Gate” ইত্যাদি সাইনবোর্ডে দেখা যায় ইংরেজি অংশ প্রথমে, এরপর ছোট আকারে নিচে বাংলা অনুবাদ। যাত্রীদের অভিযোগ, এটি দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি অবহেলা এবং প্রশাসনিক উদাসীনতার পরিচায়ক।
ভাষাবিদরা বলছেন, বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় স্থাপনায় বাংলা ভাষার ব্যবহার সর্বাগ্রে থাকা বাধ্যতামূলক। সেই হিসেবে বিমানবন্দরের এই সাইনবোর্ডগুলো আইন লঙ্ঘনের শামিল।
একজন যাত্রী বলেন,
“এটা আমাদের জন্য লজ্জার বিষয়। বিদেশি অতিথিরা এসে দেখেন, আমাদের নিজেদের দেশে আমাদের ভাষাই নিচে! এটা বদলানো খুব জরুরি।”
ভাষা শহীদদের আত্মত্যাগের দেশ বাংলাদেশে রাষ্ট্রীয় স্থাপনায় এভাবে বাংলা ভাষাকে নিচে স্থান দেওয়া অনেকের কাছে একপ্রকার অবমাননা বলে মনে হচ্ছে।
বিমানবন্দরের সব সাইনবোর্ড অবিলম্বে সংশোধন করে বাংলা ভাষাকে উপরে ও ইংরেজিকে নিচে স্থাপন করতে হবে, যাতে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং বিশ্বের কাছে বাংলাদেশ নিজের ভাষার সম্মান রক্ষায় উদাহরণ হয়ে ওঠে।





