পুরনো এটিএম মেশিনে ডলার পেলেন তিন বন্ধু
পুরনো এটিএম মেশিনে ডলার পেলেন তিন বন্ধু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৩৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মাত্র ৩০০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার কিছু বেশি দামে এটিএম মেশিনটি কিনেছিলেন তারা। ভিতরে টাকা থেকে গিয়েছে কি না দেখতে তারা মেশিনটি খুলে ফেলেন। দেখা যায় এটিএমের ধাতব বাক্সের ভিতর রয়েছে ২০০০ ডলার। বাংলাদেশি হিসাবে যা ১ লাখ ৭১ টাকারও বেশি।
গোটা ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে- হাতুরি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন।
ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে, ভিতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।
তবে, ঘটনাটি কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে এতো হবে, তা কল্পনাও করেননি।
মাত্র ৩০০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার কিছু বেশি দামে এটিএম মেশিনটি কিনেছিলেন তারা। ভিতরে টাকা থেকে গিয়েছে কি না দেখতে তারা মেশিনটি খুলে ফেলেন। দেখা যায় এটিএমের ধাতব বাক্সের ভিতর রয়েছে ২০০০ ডলার। বাংলাদেশি হিসাবে যা ১ লাখ ৭১ টাকারও বেশি।
গোটা ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে- হাতুরি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন।
ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে, ভিতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।
তবে, ঘটনাটি কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু টাকা হয়তো থাকবে। তবে তার পরিমাণ যে এতো হবে, তা কল্পনাও করেননি।