avertisements 2

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম, ২৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬

Text

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে সেনাসদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের আসন বিন্যাস ও বসার জায়গা নিয়ে দুপুরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে বিএনপির নেতাকর্মীরা সদর রাস্তায় এবং জামায়াতের নেতাকর্মীরা স্টেডিয়ামের ভেতরে অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন সেনাসদস্যও আঘাত পান। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে পুনরায় সংঘর্ষ শুরু হলে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রেজাউল করিমের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2