avertisements 2

 ফাইনালে হেরে নতুন হেয়ার স্টাইলে নেইমার!

 ফাইনালে হেরে নতুন হেয়ার স্টাইলে নেইমার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৩৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই দুর্দান্ত খেলেছে ব্রাজিল। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন দলটির পোস্টার বয় নেইমারও।

কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। কোপা আমেরিকায় শেষ হাসিটা হাসলেন লিওনেল মেসি। গত ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে থাকতে হলো সেলেকাওদের।

শিরোপা হেরে মাঠেই ডুকরে ডুকরে কেঁদেছেন নেইমার। জার্সির ভেতরে মুখ ঢুকিয়ে কান্না লুকিয়েছেন। পরে অবশ্য বন্ধু মেসির সান্ত্বনায় অনেকটাই স্বাভাবিক হয়ে যান নেইমার। দুজনকে খালি গায়ে একসঙ্গে বসে খোশগল্পতেও মাততে দেখা গেছে।

যাই হোক, জাতীয় দলের খেলা শেষে এবার ক্লাব মৌসুমের ব্যস্ততা বাড়ছে ফুটবলারদের। মৌসুম শুরুর আগে কয়েকটা দিন ছুটির আমেজে থাকবেন তারা। আর এ সুযোগে নতুন রূপে নিজেকে হাজির করলেন নেইমার।

চুলে অদ্ভুত এক স্টাইল করেছেন পিএসজি তারকা নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন নতুন হেয়ার স্টাইলের ছবি।

সোনালি বেনুনির চুলের ছাঁটে তাকে দেখে বিস্মিত হবেন যে কেউ। নতুন এই হেয়ার কাটকে অনেকে ‘অক্টোপাস’ কাট বলে মজা করছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2