‘ট্রান্সজেন্ডার দম্পতি’র গর্ভাবস্থার ছবি ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০২:০৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জিয়া-জাহাদ জুটির ছবি সংগৃহীত
২১ বছর বয়সী জিয়া পাভাল, তাঁর সঙ্গী ২৩ বছর বয়সী জাহাদ। তারা দক্ষিণ ভারতের কেরালয় বসবাস করেন। পাভাল জানায় যে, জন্মের সময় পুরুষ হয়ে জন্মালেও এখন তাকে একজন নারী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, জাহাদ নারী হয়ে জন্মালেও এখন তাঁকে পুরুষ হিসাবে বিবেচনা করা হয়। এই দম্পতির দাবি—জাহাদ বর্তমানে গর্ভবতী। তাঁরা এখন তাদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।
জিয়া-জাহাদ দম্পতি বলেন, ‘আমরা যতদূর জানি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে অন্য কেউ নিজেদেরকে জৈবিক পিতা-মাতা বলেনি।’
বর্তমানে জিয়া একটি স্কুলে নৃত্য শেখান। জাহাদ একটি সুপার মার্কেটে কাজ করেন। জিয়া বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, তারা প্রায় দেড় বছর আগে একটি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই ডাক্তারের পরামর্শে হরমোন থেরাপি বন্ধ করে দেন।
জিয়া বলেন, ‘শিশুর জন্মের প্রায় দুই মাস পর জাহাদ কাজে ফিরে যাবে। তারপর আমি বাচ্চার যত্ন নেব।’
ট্রান্সজেন্ডার সম্প্রদায় তাদের এই গর্ভাবস্থাকে স্বাগত জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খবরটি ছড়িয়ে পরে অতি দ্রুত। এরপর থেকে ভাইরাল হয়ে যায় জিয়া-জাহাদ জুটির কিছু ছবি।