রাশেদুল ইসলাম
মানুষ পৃথিবীর সন্তান নয়
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৫৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এলিস সিলভার (Ellis Silver Phd) রচিত ‘মানুষ পৃথিবী থেকে আসেনি’ (Humans are not from earth’) বইটির কথা আমার জানা ছিল না । ইউটিউবের কল্যাণে গতকালই আমি এ বিষয়ে জানতে পারি ।
মানুষ সৃষ্টির ইতিহাস মানব মনের একটি চিরন্তন জিজ্ঞাসা । পবিত্র কোরআন, বাইবেল (ইঞ্জিল) এবং তোরাহ (তাওরাত) – এসব ধর্মগ্রন্থের মর্ম অনুযায়ী মানুষের আদি পিতা -মাতা হজরত আদম (আঃ) এবং বিবি হাওয়া (Adam & Eve) মহান আল্লাহর সৃষ্টি প্রথম মানব -মানবী । তাঁরা বেহেশতে বসবাস করতেন । কিন্তু মহান আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তাঁদেরকে সেখান থেকে বিতাড়ন করা হয় । বেহেশত থেকে বিতাড়িত হয়ে আদম- হাওয়া পৃথিবীতে আশ্রয় গ্রহন করেন । তাঁদের সন্তানসন্ততিগণ কালক্রমে বিভিন্ন গোত্র- বর্ণ- ধর্মে বিভক্ত হয়ে পৃথিবী জুড়ে বসবাস করছে । ফলে পৃথিবী গ্রহ মানুষের আদি নিবাস নয় । পৃথিবীতে বসবাসরত মুসলমান, খ্রিষ্টান এবং ইহুদী সম্প্রদায়ের মানুষ এই মতবাদে বিশ্বাস করে । উল্লেখ্য, বৌদ্ধধর্মে মানব সৃষ্টি বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি ।
মানব সৃষ্টি বিষয়ে উল্লিখিত ধর্মীয় মতবাদ বিজ্ঞানের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় মনে করা হয় । মানব সৃষ্টি বিষয়ে একটি যুগান্তকারি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন । ১৮৫৯ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ ‘অরিজিন অব স্পিসিস’ মানুষের চিন্তার জগতে এক আলোড়ন সৃষ্টি করে । চার্লস ডারউইন বিবর্তনবাদ তত্ত্বের জন্য বিখ্যাত । তারমতে সৃষ্টিকর্তার দ্বারা নয়; বিবর্তনের মাধ্যমে এক ধরণের লেজবিহীন বানর থেকে মানুষ নামক প্রাণীর জন্ম ।
এলিস সিলভার (Ellis Silver Phd) রচিত আলোচ্য ‘মানুষ পৃথিবী থেকে আসেনি’ (Humans are not from earth’) গ্রন্থে মানব সৃষ্টি বিষয়ে চার্লস ডারউইনের বিবর্তনবাদকে অস্বীকার করা হয়েছে ।
তিনি তাঁর গ্রন্থে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে, মানুষের জন্ম এই পৃথিবীতে নয় । স্বর্গ থেকে বিতাড়িত হয়েই তাদের এ পৃথিবীতে আগমন । তাঁর বৈজ্ঞানিক ব্যাখ্যা পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত মানব সৃষ্টি বিষয়ক ব্যাখ্যার অনুরূপ ।
এলিস সিলভার (Ellis Silver Phd) একজন বাস্তব্যবিদ্যা বিশেষজ্ঞ (Ecologist) ও পরিবেশ বিজ্ঞানী। বিখ্যাত SuperMars গ্রন্থেরও লেখক তিনি । অন্যদিকে আমি নিজে বিজ্ঞানের কেউ নই; সাধারণ মানের একজন লেখক মাত্র । কিন্তু মজার ব্যাপার এই যে, আমার পাগলামামা বইটি লেখার জন্য আমাকে একরাত ঢাকা চিড়িয়াখানায় থাকতে হয় । সেই গ্রন্থে অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্য বোঝাতে গিয়ে মানব সৃষ্টি বিষয়ে ধর্মীয় মতবাদের পাশাপাশি চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের উপর আলোচনা করতে হয় । সে আলোচনায় যুক্তিতর্কের মাধ্যমে পাগলামামা প্রমাণ করেন যে, বিবর্তনের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়নি এবং মানুষ এই গ্রহের প্রাণী নয় ।
পাগলামামা বইটি ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় ।
এখানে একটি বিষয় লক্ষণীয়-
আমি বিজ্ঞানের ছাত্র নই । সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে সহজাত বিচারবুদ্ধি দিয়েই আমাকে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের ব্যাখ্যা করতে হয়েছে । এ বিষয়ে প্রাপ্ত তথ্যাদি এবং সহজাত বিচারবুদ্ধি দিয়ে প্রমাণ করতে হয়েছে যে, মানুষ এই গ্রহের প্রাণী নয় । অন্যদিকে জনাব এলিস সিলভার একজন বিজ্ঞানী । তিনি বিজ্ঞানের দৃষ্টিতে একই প্রমাণ করতে চেয়েছেন যে, মানুষের জন্ম এ পৃথিবীতে নয় । ফলাফল কিন্তু একই ।
হয়ত এ কারণেই পবিত্র কোরআনের মত ধর্মগ্রন্থে যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে মানুষকে তার নিজের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে ।
সবাই যদি কানকথা না শুনে, অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে, নিজেই নিজের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী কাজ করে, তাহলে মানুষে মানুষে মতের ভিন্নতা কমে আসবে । পারস্পারিক অবিশ্বাস ও হানাহানিও কমে আসতে পারে সহজেই ।
আমার পাগলামামা বইটির মোবাইল ভার্সন আছে । লিংকটি সংযুক্ত করা হোল । আগ্রহী পাঠক বইটি পড়তে পারেন ।
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Ffile%2Fd%2F1iOptgNk0xdrI5zKmPJbBCrtv5cZDFGX9%2Fview%3Fusp%3Dsharing%26fbclid%3DIwAR34R8dWHBfj6plVba8jA69uFl6499xHMODiWIW1ltxInrKSyHxFMpV69aY&h=AT0fkkzPzEiLeqy2LnZvh0B2Cy-o-HM6clJOBXIJOvMxjYwKkBwtsq5His5cwL-UFywHiyRWH-gNtlcUWH_KWHVa4eATvD3Few1Lm7nIld5hLi-D4Hz6gOKCcH2mTBEt2FuMnw
মহান আল্লাহ করোনার অভিশাপ থেকে আমাদের রক্ষা করুন ।
২৪ জুলাই, ২০২১। ইস্কাটন, ঢাকা ।