
রাশেদুল ইসলাম
কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশ: ১০:০৮ পিএম, ১৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৩৩ এএম, ২৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

আমার জীবনটা একটু ব্যতিক্রম । যাদের কাছে কিছুই আশা করিনে, তাঁদের অনেকেই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন । যথাযথ মর্যাদা দিয়ে থাকেন । এ ধরণের একটি উদাহরণ শহিদ ভাই ।
শহিদ ভাই একজন শিল্পপতি । যে কোন বিচারে সমাজের সফল ব্যক্তিদের একজন তিনি । তিনি আমার লেখা খুব পছন্দ করেন । মনে করেন এ ধরণের লেখা আরও বেশী হলে ভালো হয় । এজন্য আমাকে বেশী দিন বেঁচে থাকা দরকার । তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী ছিলেন । মহান আল্লাহর একান্ত মেহেরবানীতে জীবন ফিরে পেয়েছেন । জীবনমৃত্যুর কঠিন মুহূর্তেও তাঁর মনে হয়েছে, আমার ক্ষেত্রে এমনটি যেন না হয় । বর্তমানে আমার স্ত্রী করোনা আক্রান্ত জেনে তিনি আরও শংকিত হন । আমার স্ত্রীর জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করেন তিনি । পাশাপাশি আমি ও আমার মেয়েকে এক সাথে দুটি প্রতিষেধক টিকা নেওয়ার জন্য তিনি সবিশেষ অনুরোধ জানান । নিজে থেকেই সেই টিকা পাওয়ার ব্যবস্থা করেন তিনি । এককথায় তাঁর অনুরোধেই ড্রাইভারসহ আমরা তিনজন সেই টিকা নিয়েছি । তাঁর এ ধরণের আন্তরিকতা ও সহমর্মিতা প্রকাশের জন্য আমার পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা ।
সংসারটা আসলে বড় মায়ার । এখানে একে অপরের ভালোবাসা নিয়েই আমরা বেঁচে থাকি । পরিবারে একজন অসুস্থ হলে গোটা পরিবারের শান্তি নষ্ট হয় । শুধু পরিবার নয়, শুভাকাংখী প্রায় সকলের অশান্তির কারণ হয় সেটা । আর আমার স্ত্রীর মত হলে তো কথা নেই । আমার স্ত্রী খুব সামাজিক মানুষ । তাঁর সামাজিক পরিচিতি সার্কেল অনেক বড় । নিজে শিক্ষকতা করেন । একটা বড় অংকের প্রিয় ছাত্রছাত্রী ও শুভাকাঙ্খী আছে তাঁর । তাই সামাজিক মাধ্যমে তাঁর একজন সহকর্মী অসুস্থতার কথা উল্লেখ করতেই, চারিদিক থেকে সমবেদনা প্রকাশ করা হচ্ছে । আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে হচ্ছে ।
পৃথিবীতে মরণব্যাধি এবং সংক্রামক রোগের সংখ্যা কম নয় । কিন্তু বিভিন্ন কারণে সংক্রামক মরণব্যাধি করোনা যে বিভীষিকার জন্ম দিয়েছে, তা ব্যতিক্রম । প্রথম দিকে যারা এ রোগের শিকার হয়েছেন, তাঁরা সত্যই দুর্ভাগা । মৃত্যুকালে নিজের বাবা মা বা আপনজনের ভালবাসার হাতের স্পর্শ তাঁরা পাননি । অনেক করুণ ও অবহেলার মৃত্যু হয়েছে তাঁদের । কিন্তু কয়েকমাসের ব্যবধানে এই চিত্র পাল্টে গেছে । এখন করোনাকে মানুষ ভয় পায় ঠিকই, কিন্তু করোনা রোগীকে সেই আগের মত আর অবহেলা করে না কেউ । করোনা রোগীর প্রতি আর অমানবিক আচরণ করা হয় না । অবশ্য এ ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দিক নির্দেশনা অনেক বড় ভূমিকা পালন করেছে । এ কারণে আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
সংসারে মা এবং স্ত্রী হিসাবে একজন নারী অনেক বড় ভূমিকা পালন করেন । অনেক ক্ষেত্রে জীবন বাজী রেখে তিল তিল করে মনের মত করে সংসার সাজান তিনি । কিন্তু কোন এক সময় সেই ‘তিনি’ যখন কোন মরণব্যাধিতে আক্রান্ত হন, আর সংসারের সবাই যদি তখন তাঁকে বোঝা মনে করে, এটা তাঁর মৃত্যুর সামিল হয়ে পড়ে । প্রকৃতপক্ষে করোনার মত কোন মরণব্যাধি নয়; তাঁর বাস্তব মৃত্যুর কারণ হয় সংসারের আপনজনদের সেই অবহেলা । দুঃখজনক হলেও সত্য এই করোনা কালে অনেক সংসারের অনেক সোনার মানুষের করুণ মৃত্যুর কারণ হয়েছে এই করোনা ।
আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন । বর্তমানে তিনি হাসপাতালে আছেন । আমি এবং আমার মেয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালাকরে তাঁর সাথে থাকি । হাসপাতালের ডাক্তার নার্সসহ সংশ্লিষ্ট সকলে খুবই আন্তরিক । স্বাভাবিক কারণেই হাসপাতাল দর্শনার্থী শূন্য । চারিদিক সুনসান নীরবতা । অনেক কড়া পাহারাদার বসিয়ে হাসপাতালগুলো বহিরাগতদের ভিড় কমাতে পারে না । কিন্তু মজার ব্যাপার, করোনা রোগীদের হাসপাতাল একদম ফাঁকা । এখানে বহিরাগতদের কোন ভিড় নেই । খালি চোখে দেখা যায় না এ রকম অদৃশ্য একটি ভাইরাসের কি ক্ষমতা ! কিন্তু হাসপাতালের ভিতরে যারা কাজ করেন তাঁদের চিত্র ভিন্ন । আমি হাসপাতালের ক্যাফেটেরিয়ার একজন বেয়ারাকে প্রশ্ন করি,
‘তোমাদের এখানে কাজ করতে ভয় করে না’ ?
সে জানায়, তাদের কারো কখনও করোনা হয়নি । ভবিষ্যতেও হবে না ।
আমি বলি ‘কেন’ ?
সে জানায় রোগীদের দোয়া আছে ।
আসলে জগত ও জীবন বিষয়ে এক এক জনের ব্যাখ্যা এক এক রকম । আমি নিজে আমার জীবনকে মূল্যবান মনে করি, সত্য । তবে, কোন অবস্থাতেই তা অন্য কারো জীবনের চেয়ে বেশী মূল্যবান নয় । আমার নিজের জীবনের যতটা আয়ু আছে, তার একদিনও বেশী বাঁচতে চাইনে আমি । নিজের যেটা দায়িত্ব মনে করি, তাতে কোন বিপদ আছে কিনা, সেটা চিন্তা করে সময় নষ্ট করতে চাইনে । অন্যের কাছে নয়; সব সময় নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে চেষ্টা করি আমি ।
যারা আমার স্ত্রীর জন্য দোয়া করছেন, আমার পরিবারের জন্য দোয়া করছেন - তাঁদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ।
মহান আলাহ আমাদের সকলের সহায় হউন ।
ইস্কাটন, ঢাকা । ১৬ জানুয়ারি। ২০২১ ।

পলাতক, লুটেরাদের নির্লজ্জ জীবন!

এটি কি ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ নাটক?

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ব্যক্তি শনাক্ত, কর নথি তলব

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে

কাশ্মীরে ঘটনায় মোদিকে ড. ইউনূসের বার্তা

পদ পেতে ‘স্ত্রীকে তালাক’, ছাত্রনেতাকে অব্যাহতি

হঠাৎ সরিয়ে দেয়া হলো দুই উপদেষ্টার এপিএসকে

টিকটকে পরিচয় থেকে বিয়ে, নববধূকে ফেলে স্বামী লাপাত্তা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড

ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ এর ঢাকার স্টেশন চিফের নাম প্রকাশ

হঠাৎ কেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে , ভয়াবহ পরিকল্পনা ফাঁস!

ছোটবেলার ক্রাশ, এখনো কত সুন্দর আপনি

এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল!

ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বিএনপি

শিশুসন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন নিষ্ঠুর মা!

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু

হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
