avertisements 2

সেই যুবককে ক্ষমা করে দিলেন চরমোনাই পীর!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২২ পিএম, ১৩ জানুয়ারী, বুধবার,২০২১ | আপডেট: ১২:৫৬ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

বরিশালের বাকেরগঞ্জে মঞ্চে ওঠে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের উপর হামলার চেষ্টাকারী সেই যুবককে ক্ষমা করে দিয়েছেন তিনি।

সোমবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাহফিল চলাকালে চরমোনাই পীরের বয়ান চলাকালে এই ঘটনা ঘটেছিল।

জানা গেছে, ওই যুবকের নাম মেহেদী হাসান। সে উপজেলার কাঠালিয়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। মেহেদীর পরিবার তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে দাবি করেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন একটি যুবক আমাদের হুজুরের সাথে অসৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করেন। হজুর তাকে ক্ষমা করে দেওয়ার পাশাপাশি সবার কাছে অনুরোধ করেছেন যেন সবাই তাকে ক্ষমা করে দেন।

অভিযুক্ত যুবকের বাবা মো. খলিলুর রহমান জানান, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও হুজুরের সঙ্গে খারাপ আচারণ করার পর পরই তাকে নিয়ে হুজুরের কাছে মাফ চাওয়াই। হুজুর ওকে মাফ করে দিয়েছেন। আল্লাহ যাতে ওকে ভালো করে দেন সেজন্য দোয়া করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, মাহফিলের জন্য আমাদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি। মাহফিলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে তবে ওই ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2