avertisements 2

প্রেমের সম্পর্ক না মানায় শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ অক্টোবর, বুধবার,২০২৩ | আপডেট: ০৬:৪৪ এএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪

Text

পটুয়াখালীর মহিপুরে গলায় ফাস দেওয়া অবস্থায় হাজমুনা (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী হাজমুনা মহিপুর ওয়ার্ডের নজরুল ইসলামের ছোট মেয়ে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোররাতে নিজেদের বসত ঘড়ের বারান্দার আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ওই শিক্ষার্থীকে ঝুলতে দেখেন তার বড় বোন। পরে অন্যদের খবর দিলে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মহিপুর থানার পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ক’দিন ধরে কোনো এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই শিক্ষার্থীর। পরবর্তীতে গত দুই দিন আগে ওই ছেলের সঙ্গে একদিনের মধ্যে বিয়ে দিয়ে দেওয়ার আবদার করেন হাজমুনা। বিয়ে না দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খাঁন বলেন, ‘এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম। এছাড়া, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2