avertisements 2

শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, পরে ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৫:৪৪ এএম, ২৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

বরগুনার তালতলীতে গৃহশিক্ষক আল-মামুনের বাড়িতেবিয়ের দাবিতে অনশন করেছেন এক কলেজছাত্রী (১৮)। অনশনের তৃতীয় দিনেও মামুন বিয়ে না করায় ওই ছাত্রীর বাবা গৃহশিক্ষকসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনশনরত কলেজছাত্রীকে উদ্ধার করে। আজ বৃহস্পতিবার কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার আল-মামুন ৮ বছর আগে এক ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। পরে ওই কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। সম্প্রতি মামুনের আরেক জায়গায় বিয়ে ঠিক করে তার পরিবার। এ খবর পেয়ে কলেজছাত্রী মামুনের বাড়িতে গত সোমবার থেকে অনশনে বসে। পরে কলেজছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন মামুন। এদিকে পরিবার নিয়ে মামুন বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেন।

এ ঘটনার পর গতকাল বুধবার রাতে কলেজছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে মামুনের বাড়ি থেকে উদ্ধার করে। আজ তাকে বরগুনা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায় পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় মামুনসহ দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার স্বার্থে অন্য আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2