avertisements 2

ক্রিকেট ছাড়তে চাওয়া ছেলেটি সুযোগ পেল জাতীয় দলে!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৮ পিএম, ২৮ অক্টোবর, বুধবার,২০২০ | আপডেট: ০৭:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

কার ভাগ্য কখন খুলে যায়, তা কেউই বলতে পারে না। ক্যারিয়ার নিয়ে হতাশা চলে আসায় একসময় যিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, সেই বরুণ চক্রবর্তী এবার যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। কলকাতা নাইট রাইডার্সের এই রহস্য স্পিনার অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে ডাক পেয়েছেন। এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়ে বরুণ তো ভীষণ অবাক। 

গত সোমবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন বরুণ। সেদিন পাঞ্জাবের কাছে হেরেছিল নাইট রাইডার্স। ম্যাচ শেষে এই খবর জানতে পারেন বরুণ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, 'কী বলব বুঝে উঠতে পারছি না। ভারতীয় দলে ডাক পাওয়া আমার কাছে বিরাট ব্যাপার। আমি এটা প্রত্যাশা করিনি।'

কলকাতার এই 'রহস্য স্পিনার' আরও বলেছেন, 'খেলা শেষ হওয়ার পরে আমি জানতে পারি দলে ডাক পেয়েছি। নাইট রাইডার্সের হয়ে নিয়মিত খেলাই আমার লক্ষ্য ছিল। জয়ের পিছনে যেন অবদান রাখতে পারি, সে দিকেও নজর দিয়েছিলাম। আশা রাখি জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স করতে পারব। আমার উপরে বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানাই।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2