avertisements 2

জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিযুক্ত মঞ্জু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ নভেম্বর,শনিবার,২০২৫ | আপডেট: ০৬:০৭ এএম, ৮ নভেম্বর,শনিবার,২০২৫

Text

এক সাক্ষাৎকারে জাতীয় দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন প্রস্তাব দেওয়া থেকে শুরু করে মাঠে হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার মতো আচরণ করেছেন মঞ্জু। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা দাবি করেছেন মঞ্জু।

জাহানারার সাক্ষাৎকারের পর দেশজুড়ে তোলপাড় শুরু হলে বার্তা সংস্থা এএফপিকে এই প্রতিক্রিয়া জানান মঞ্জু। বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল ইসলাম মঞ্জু এএফপিকে বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’

মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ দিয়ে গতকাল দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, ‘একদিন উনি (মঞ্জুরুল ইসলাম মঞ্জু) আমার কাঁধে হাত রেখে বললেন—‘তোর পিরিয়ডের কতদিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’

মঞ্জুর বিরুদ্ধে আরও অভিযোগ এনে জাহানারা বলেছেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন উনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

নারী দলের এই ক্রিকেটার দাবি করেন, তিনি একাধিকবার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তার অভিযোগ, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের নারী উইংয়ের হেড নাদেল স্যারকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই চলতো।’

বিসিবির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এখন আর বোর্ডের কাছে বিচার চান না বলে জানান জাহানারা। তার ভাষায়, ‘এখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।’

উল্লেখ্য ২০২০ সালের অক্টোবরে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2