বাবা হচ্ছেন মিরাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪১ পিএম, ২৩ সেপ্টেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১০:৫২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তাকে ছুটি দেয়নি বিসিবি।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি চেয়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত স্কোয়াড এখনো ঘোষণা না হওয়ায় তার ছুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৬ বছর প্রেম। এরপর বিয়ে। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বিয়ের দেড় বছরের মাথায় বাবা হচ্ছেন তিনি।
গত বছরের ২১ মার্চ খুলনার খালিশপুরের মেয়ে রাবেয়া আক্তার পৃথিকে বিয়ে করে এক প্রকার হৈ চৈ ফেলে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মাত্র ২১ বছর বয়সে বিয়ে করে শুধু আলোচনাতেই আসেননি।
বাংলাদেশ দল যখন শ্রীলংকা সফরে থাকবে, তখন তার স্ত্রীর কোলজুড়ে আসবে সন্তান। এ অবস্থায় স্ত্রীর পাশে থাকতে হলে চার্টার ফ্লাইট মিস করবেন। মিস করবেন শ্রীলংকা সফর।
৬ মাস ক্রিকেটের বাইরে কাটানো মিরাজ বিসিবি’র চুক্তিবদ্ধ ক্রিকেটার বলেই বিসিবি’র অনুমতি ছাড়া করোনাকালীন সময়ে জৈব সুরক্ষায় অনুশীলনের বাইরে থাকার সুযোগ নেই তার।
ঢাকায় এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে জৈব সুরক্ষায় অনুশীলনও শুরু করে দিয়েছেন মিরাজ। মিরাজ অবশ্য চেয়েছিলেন ক্যাম্প ছেড়ে দিতে। তবে বোর্ড তাতে রাজি হয়নি।