করোনার নমুনা দিয়ে দোয়া চাইলেন মুশফিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১৩ পিএম, ৭ সেপ্টেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১০:৩১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্প শুরুর আগে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু অতিরিক্ত সতর্কতা হিসেবে তার আগেই একবার ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা করেছে বিসিবি। আজ সোমবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা টেস্ট। চলবে দুদিন। আজ প্রথম দিনে করোনার নমুনা দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ভক্তদের সাথে ভাগাভাগি করেছেন মুশফিক নিজেই। সকালে মুশফিক লেখেন, ‘নতুন অভিজ্ঞতা, আমাদের জন্য দোয়া করবেন।’ করোনার নমুনা দেয়ার জন্য অবশ্য ক্রিকেটারদের কোনো হাসপাতালে যেতে হবে না। ক্রিকেটারদের বাসায় গিয়েই নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করেছে বিসিবি। গতকাল রবিবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।