করোনা পরীক্ষায় পাস সাকিব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৫ এএম, ৫ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৬:২৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার করো’না পরীক্ষার জন্য নমুনা দেন সাকিব আল হাসান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জানান, করো’না পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এতে করে অনুশীলনে নামতে বাধা রইলো না সাকিবের।
গত ম'ঙ্গলবার মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। করো’নার এই সময়ে দীর্ঘ পাঁচ মাস ছিলেন যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে। সেখানে দুই কন্যা, স্ত্রীর স'ঙ্গে কাটিয়েছেন লম্বা সময়।
এর মাঝে কে'টে গেছে নিষে'ধাজ্ঞার বাকি অর্ধেক সময়টাও। তবে ফিরতে হবে ক্রিকে'টে। প্রায় দুই মাসের মতো বাকি আছে এক বছরের নিষে'ধাজ্ঞা শেষ 'হতে।
প্রস'ঙ্গত, জুয়াড়ির প্রস্তাব গো'পন করার অ'ভিযোগে দুই বছরের নি'ষি'দ্ধ হয়েছিলেন সাকিব। পরে তা কমে এক বছর হয়। আগামী অক্টোবরে তার নিষে'ধাজ্ঞা শেষ হচ্ছে।
বাংলাদেশ দলের হয়ে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। যথাক্রমে বাঁহাতি এই অলরাউন্ডার টেস্টে ৩৮৬২, ওয়ানডে ৬৩২৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৬৭ রান করেছেন। ক্রিকে'টের সব ফরম্যাটে মোট ১৪ সেঞ্চুরি এবং ৮০টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।