avertisements 2

বাংলাদেশীদের উদ্যোগে সিডনিতে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সিডনিতে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। আগষ্ট মাস থেকে  করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীদের এই দলটি   করোনায় ক্ষতিগ্রস্তদের নিকট সরাসরি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন। সপ্তাহের প্রতি রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিডনির ল্যাকেম্বার ৩২ রেলওয়ে প্যারেডের পার্কিং স্পেসে (সাদা তাবু) খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। 

Previous Next

সম্প্রতি এই মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে আসেন স্হানীয় রাজ্য সংসদ সদস্য জিহাদ দীব,  স্হানীয় মেয়র কার্ল আসফুর, কাউন্সিলর বিলাল হায়েক, প্রকৌশলী ফারুক হান্নান প্রমুখ। তারা আয়োজকদের সাধুবাদ জানান। এই স্পনসদের মধ্য 'আমরা বাংলাদেশীর' সংগঠক ও সাবেক ছাত্রনেতা অপু সরোয়ার এবং আয়োজক বাংলাদেশ কমিউনিটি ফোরাম ও গুড সিটিজেন ওয়ার্কের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


কোন পরিবারের খাদ্য সহায়তার প্রয়োজন হলে  নিচে দেয়া ফর্মটি পূরণ করে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। পরিচয় গোপন রাখার শর্তে ফর্মটি দেয়া হলো : https://bit.ly/2Wfu5mr

আয়োজকদের অন্যতম  বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এনামুল হক মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

বিষয়: করোনা
avertisements 2