আমরা দুইজন মিলে চায়ের দোকান দিবো, ভয় নেই শিখা : মনিরা মিঠু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুলাই,শনিবার,২০২৫ | আপডেট: ০৯:১৫ এএম, ২৭ জুলাই,রবিবার,২০২৫

মৌ শিখার সঙ্গে মনিরা মিঠু
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। বেঁচে থাকাও কঠিন হয়ে যাচ্ছে।
এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন মৌ শিখা। জানালেন, তিনি কাজ করে যেতে চান। তাকে যেন বেঁচে থাকতেই মূল্যায়ন করা হয়। মৃত্যুর পর তার জন্য আফসোস করে লাভ নেই।
নিজের দীর্ঘ পোস্টে শিখা জানান, আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছেন তিনি। তার আয়ের আর কোনো উৎস নেই। অভিনয় করেই তার সংসার চলে। আক্ষেপের সুরে এ অভিনেত্রী বলেন, বেঁচে থাকতে তাকে মূল্যায়ন করা না হলে মৃত্যুর পর কেউ যেন আফসোস না করে।
মৌ শিখার এই পোস্ট নজর কেড়েছে সবার। অভিনেত্রীর পোস্টে মন্তব্য করে দুঃখপ্রকাশ করছেন অনুরাগীরা ও সহকর্মী তারকারা। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু সেই পোস্ট শেয়ার করে মৌ শিখার পাশে থাকার আহ্বান জানান সবাইকে। এরপর মৌ শিখাকে নিয়ে আরেকটি পোস্ট করেন মনিরা মিঠু। যেখানে তিনি মৌ শিখার সঙ্গে নিজের ছবি শেয়ার করে জানান, তারা দুজনে মিলে চায়ের দোকান দেবেন।
মৌ শিখার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মনিরা মিঠু ফেসবুকে লিখেছেন, ‘ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খেতে চাইবে। লম্বা লাইন ধরে সবাই খাবে।’ মনিরা মিঠিু সেই পোস্টে মন্তব্য করেছেন মৌ শিখাও। বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমি কিন্তু রাজি আছি আপা যেকোনো সময়।’
এদিকে, মনিরা মিঠুর সেই পোস্ট মন জয় করেছে ভক্তদের। সহকর্মীর পাশে দাঁড়ানোর প্রত্যয়কে সম্মান জানাচ্ছেন অনুরাগীরা। মন্তব্য করে কেউ লিখেছেন, ‘মিঠু আপা আপনি খুব ভালো মনের মানুষ আপনি সবাইকে সমান গুরুত্ব দেন সবার জন্য ভাবেন এটা খুবই ভালো লাগে।’ কারো মন্তব্য, ‘বন্ধু এমন ই হতে হয়। একজন আদর্শ বন্ধুর প্রতীকী হলো মনিরা মিঠু।’ কেউ লিখেছেন, ‘এই না হলে বন্ধুত্ব। আপনাকে অনেক ধন্যবাদ।’
উল্লেখ্য, অভিনেত্রী মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। তার অভিনীত ‘জমজ ভূতের গল্প’ নামের একটি চলচ্চিত্র এখনো মুক্তির অপেক্ষায়। বহু আগেই সিনেমাটির কাজ শেষ হলেও তা এখনো প্রেক্ষাগৃহে আসেনি।