avertisements 2

এখনই আপনার ইনফ্লুয়েঞ্জা(ফ্লু) ভ্যাকসিন নিনঃ সিডনি লোকাল হেল্থ ড্রিস্টিক্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৪৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

কমিউনিটির নেতারা শীতকালের এই কয়েক মাস ফ্লু থেকে রক্ষা পাওয়ার জন্য ইনফ্লুয়েঞ্জা(ফ্লু) ভ্যাকসিন গ্রহণের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছেন।

বাংলাদেশি কমিউনিটির নেতা আমিনুল রুবেল বলেছেন, “আমাদের সবার এই মৌসুমে ফ্লু প্রতিহত করতে টিকা নেয়া জরুরী।”
“গত বছর আমরা সামাজিক দূরত্ব এবং হাত পরিষ্কার রাখার স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে ফ্লুতে আক্রান্তর সংখ্যা কম দেখেছি। সবার এই প্রচেষ্টায় আমরা খুউব গর্বিত কিন্তু তাই বলে আমরা এই বছর সেটাতে আত্মতৃপ্ত থাকতে পারি না।”

সিডনি লোকাল হেল্থ ড্রিস্টিক্ট এর জনস্বাস্থ্যের ক্লিনিকাল পরিচালক ডঃ লীনা গুপ্তা বলেছেন, এখনই ফ্লু ভ্যাকসিন গ্রহণের উপযুক্ত সময় যা ফ্লু প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায়।

ডঃ গুপ্তা আরও বলেছেন, “অস্ট্রেলিয়ায় ফ্লুর চুরান্ত মৌসুম শীতকাল। সুতরাং, পুরোপুরি সুরক্ষিত হওয়ার জন্য ফ্লু ভ্যাকসিন নেয়ার সবচেয়ে ভাল সময় এখন।”

এটা গুরুত্বপূর্ণ যে আপনি যদি আপনার COVID-19 ভ্যাকসিন নিয়ে থাকেন তবে আপনার ফ্লু টিকা নেয়ার আগে ১৪ দিন অপেক্ষা করতে হবে।

“COVID-19 এবং ইনফ্লুয়েঞ্জা খুব আলাদা ভাইরাস তবে তারা উভয়ই গুরুতর ভাবে অসুস্থত করতে পারে এবং উভয়ের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ। একটি COVID-19 ভ্যাকসিন আপনাকে ফ্লু থেকে রক্ষা করবে না এবং বিপরীতভাবেও তাই।”

কমিউনিটির যে সদস্যরা ফ্লু টিকা বিনামূল্যে পাচ্ছেন তাদের মাঝে আছেন, গর্ভবতীরা, ৫ বছর পর্যন্ত বয়সী শিশুরা, ৬৫ বছরের বেশি বয়সী মানুষেরা, অস্ট্রেলিয়ার আদিবাসীরা এবং এইচআইভি, হাঁপানি, ডায়াবেটিস ও হার্টের সমস্যাগুলোর মত স্বাস্থ্যঝুকিতে যারা রয়েছেন তারা। 

ডাঃ গুপ্তা বলেছেন, “আপনার জিপিকে আজই কল করে ফ্লু টিকার অ্যাপয়নমেন্ট নিন।আপনি যদি এখন আপনার ফ্লু টিকা নিয়ে নিতে পারেন আর টিকা দেয়ার মধ্যে ২ সপ্তাহের ব্যবধানে যখন আপনার 
COVID-19 টিকার সময় হবে তখন আপনি সেটার জন্যও উপযুক্ত থাকবেন।”

  • এই শীতে আপনার এবং আপনার পরিবারকে ফ্লু থেকে রক্ষা করার আরও গুরুত্বপূর্ণ উপায়গুলো 
  • আপনার কনুইতে কাশি এবং হাঁচি দিবেন
  • আপনার হাত ঘন ঘন ধুয়ে নিন বা হাত স্যানিটাইজার ব্যবহার করুন
  • অসুস্থ হলে বাড়িতেই থাকুন
    -মিডিয়া রিলিজ
avertisements 2