দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫ | আপডেট: ১০:০৪ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে নিজের বাসভবনে সাপ্তাহিক জনশুনানির সময় এক যুবকের হাতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হামলার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, দিল্লির মুখ্যমন্ত্রী আজ বুধবার (২০ আগস্ট) সকালে নিজ বাসায় সাধারণ মানুষের অভিযোগ শুনতে আয়োজিত সাপ্তাহিক জনশুনানিতে সাধারণ মানুষের অভিযোগ শুনছিলেন। জনশুনানির ভিড়ের মধ্যে থেকে এক যুবক উঠে এসে মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং চুল ধরে টান দেন। হামলাকারী যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং তারা জানতে চাচ্ছে, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা ছিল কি না, কিংবা যুবকটি মানসিকভাবে অসুস্থ।
এই হামলার পর দিল্লির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দিল্লির মন্ত্রী এবং বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা অভিযোগ করেছেন,‘বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উন্নয়নমূলক কাজ সহ্য করতে পারছে না। এটা পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে।’ বিজেপির আরেক নেতা হরিশ খুরানা বলেন,‘এটা শুধুই হামলা নয়, গণতন্ত্রের ওপর আঘাত।’
অন্যদিকে, আম আদমি পার্টির নেত্রী এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশি ঘটনার নিন্দা জানিয়ে বলেন,‘মতবিরোধ ও প্রতিবাদের অধিকার গণতন্ত্রে আছে, তবে হিংসার কোনো স্থান নেই।’ তিনি দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।