হবিগঞ্জে পৌরসভা নির্বাচনে মন্ত্রীর জামাতাকে হারিয়ে দিলেন বিএনপি প্রার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৬ পিএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:০৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মান’সিকতা আছে।
নতুন খবর হচ্ছে, আজ শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে হারিয়ে বিএনপি দলীয় প্রার্থী সাবির আহমেদ চৌধুরী জয়ী হয়েছেন।
জানা যায়, তার নি’ক’টতম প্র’তিদ্ব’ন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেল পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন পেয়েছেন ২ হাজার ৬১৯ ভোট।