জুমার নামাজে সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা ফয়জুর রহমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৪ পিএম, ১ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৪৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
হবিগঞ্জের বাহুবলে জুমার নামাজের সময় মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার দাড়াগাঁও রেল স্টেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে। ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী।
বড়গাঁও গ্রামের শিক্ষক নুরুল হক বলেন, কাবলার জুমার এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সিজদা দেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন।