দূষণ নিয়ে হাইকোর্ট: সাজা দিতে পারি, কিন্তু তাতেই কি সব হয়?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:১৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ছবি : সংগৃহীত
দেশের পরিবেশ দূষণ নিয়ে শঙ্কা ও বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘আমরা সাজা দিতে পারি। কিন্তু সাজা দিয়েই কি সব হয়? আমরা বিব্রতবোধ করি যে, কতবার এসব নিয়ে নির্দেশনা (ডিরেকশন) দেবো?’
অবৈধ ইটভাটা সংক্রান্ত এক রিটের শুনানিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।
এ সময় বেঞ্চ বলেন, দেশের নদনদী, রাস্তাঘাট, বাতাস সবকিছু দূষিত এবং ঢাকা খুব বাজে অবস্থায় আছে। আমরা শঙ্কিত। দেশে অটিজম কী পরিমাণ বাড়ছে, সরকার কি তার হিসাব রাখে? এক্ষেত্রে পরিবেশ দূষণের প্রভাব রয়েছে।
বিচারকরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে পরিবেশ রক্ষা করে। আমরা সাজা দিতে পারি। কিন্তু সাজা দিয়েই কি সব হয়? আমরা বিব্রতবোধ করি যে, কতবার এসব নিয়ে নির্দেশনা (ডিরেকশন) দেবো?
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।