avertisements 2

বনানীতে সিসা বারে যুবক রাব্বি খুন, চারজন কারাগারে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫ | আপডেট: ১১:১২ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

Text

বনানীর সিসা বারে যুবককে হত্যার দৃশ্য সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে। ছবি: ভিডিও থেকে নেয়া

ঢাকার বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যার ঘটনায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৫ আগস্ট) মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

কারাগারে যাওয়া চারজন হলেন- মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)। এদিন বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চারজনকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহাখালী এলাকার বাসিন্দা রাব্বি খুনের ঘটনায় জড়িতদের সঙ্গে পূর্বপরিচিত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2