avertisements 2

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫ | আপডেট: ০৫:৪২ পিএম, ১২ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

সংগৃহীত ছবি


জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, ‘এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে জিতে যাবে। জেতার পর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মাহবুব কামাল বলেন, ‘আমাদের এখানে এতো ফিলোসফার (দার্শনিক) জন্মেছে যে কথা বলা মুশকিল হয়ে গেছে।


সবাই ফিলোসফার এবং সবাই এমনভাবে দার্শনিক কথা বলবে, মনে হবে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।’ 
তিনি বলেন, ‘আমি অফিসের নিচেই চায়ের দোকানে আলাপ করছিলাম। আমি বললাম— আমি এনসিপিকে একটা সাজেশন দিতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়েছে। নৌকা মার্কাও আওয়ামী লীগের নেই।


এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে। এতে গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দেবে। এনসিপি জিতে যাবে। তারপর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দিতে পারবে।


তিনি আরো বলেন, ‘গ্রামের একজন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, তিনি কী বলবে জানেন? তিনি বলবেন— আমি ৫৪ সাল থেকে নৌকা মার্কায় ভোট দেই। তারা এই রাজনীতির ঘোরপ্যাঁচ বোঝে না।’ 

জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, ‘আপনি একটি অবাস্তব ধারণা বাস্তবায়ন করছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না, মুক্তিযুদ্ধের চিহ্ন থাকবে না। এটা কি বাস্তবায়নযোগ্য?’ তিনি বলেন, ‘মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। আমি আমার জীবনের ৭০-৭১ বছরে কি করেছি, না করেছি সেটা নিয়ে স্মৃতিচারণ করি।


স্মৃতি নেই মানে তিনি মৃত-জড় পদার্থ। তো মুক্তিযুদ্ধ তো আমাদের একটি স্মৃতি, আপনারা আমাদের সেই স্মৃতি মুছে দিতে চাচ্ছেন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2