বাঁচা
তারিকুল ইসলাম খান
প্রকাশ: ১০:৪৯ পিএম, ২৩ সেপ্টেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১১:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাঁচে কি কভু বাঘের জীবন?
যদি না হয় শত পশুর মরন।
বাঁচে কি বল হাঙ্গর কুমিড়?
যদি না থাকে দূর্বল মাছের ভিড়।
বাঁচে কি কভু সাগর অতল?
যদি না শুষে নেয় নদীর জল।
বাঁচে কি কভু বড় বড় দেশ?
যদি না শোষিত হয় গরীব বিদেশ।
বাঁচে কি কভু বড় কর্তার পরিবার?
যদি না নিঃশেষ হয় গরীবের সংসার।
বাঁচে কি কভু বড় বড় নেতা?
যদি না পিষে মরে লক্ষ জনতা।
আমিও স্বপ্ন দেখি হব তাদেরই মতন,
সুযোগ মত ঝেড়ে ফেলে শোষিত জীবন।