avertisements 2

শৈশবের সে ছেলেকে 

আউয়াল খান
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,সোমবার,২০২৩ | আপডেট: ১০:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৪

Text

      

বেয়াড়া বালক, সরে দাঁড়াও- 
অভিমান রোদে
        পুড়ে যাচ্ছ
পুড়ে যাচ্ছ! 
খ্যাপাটে রাগ অনলে 
               ভস্ম হচ্ছ
ভস্ম হচ্ছ, সরে যাও। 

অনাদর অসুখ 
             শুষে নিচ্ছে 
তোমার ভালো থাকা 
নিঃসঙ্গতায় নির্বাসন
খুন করছে 
তিমির তাড়ানো গান। 

দলছুট ছেলে, 
           বিষণ্ণ বেলানে 
     বুক ভাসানো ছেলে
উত্তম পাড়ার উর্বরতায় 
ফলাও- 
ঊষা অমরাবতী।

লেখক: আবদুল বাতেন 

বিষয়: কবিতা

আরও পড়ুন

avertisements 2