avertisements 2

দুই বউকে সামলানোর উপদেশ দিয়ে হুজুরের ভি’ডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:২৮ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

মুসলিম পুরুষদের জন্য শরীয়ত সম্মতভাবে একাধিক বিয়ে জায়েজ। এ নিয়ে অনেকে অনেক ভিন্ন মত পোষণ করলেও ধর্মীয়ভাবে কোনো নিষেধ নেই। এই বিষয়ে অনেক আলেম-ওলামা অনেক ফতোয়া দিয়েছেন। কিন্তু সম্প্রতি এই নিয়ে কথা বলে ভাইরাল হয়েছেন এক হুজুর।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, ছোট ও বড় দুই স্ত্রীকে নিয়েই ভিডিওতে হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন ওই হুজুর। যদিও তার নাম-পরিচয় জানা যায়নি। কিন্তু তিনি জানিয়েছেন, তার দুই স্ত্রীকে নিয়ে কোনো সাংসারিক ঝামেলা নেই। বরং দুই স্ত্রীকে তিনি সমানভাবে ভালোবাসেন। এবং স্ত্রীরাও তাকে সমান ভালোবাসেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি একাধিক স্ত্রী যাদের আছে, তাদেরকে উপদেশও দিয়েছেন। সালাম দিয়ে কুশলাদি বিনিময়ের পর দুই স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর দুই বিয়ের পরও তিনি যেভাবে সুখে আছেন সেটা জানান। পরস্পর পরস্পরকে সমানভাবে ভালো বাসার উপদেশ দেন। সেই সঙ্গে নারীদেরকে বলেছেন, যারা একই স্বামীর একাধিক স্ত্রী তারাও সমানভাবে ভালোবাসবেন। ভিডিওতে ছোট স্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। লাজুক ভঙ্গীতে ছিলেন বড় স্ত্রী। সবার কাছে দোয়া চেয়ে ভিডিওটি শেষ করেছেন। তাদের ভিডিও করার সময় পাশ দিয়ে যারা যাচ্ছিলেন, তারা হেসে উঠছিলেন। ওই ভিডিও কমেন্টে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2