avertisements 2

নারী কিসে আটকায় ?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৪৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

‘নারী কিসে আটকায়’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং বা আলোচনায় আছে এ বিষয়টি। এই কথাটা অনেকেরই এখন এলার্জি রোগে পরিণত হয়েছে। জনসংস্কৃতি তথা জনমানসের ভেতরে থাকা এই কথা কেন আবার চাউর হলো সামাজিক যোগাযোগমাধ্যমে? এ কথার মধ্য দিয়ে আমাদের মনোস্তত্ত্বের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

জাস্টিন ট্রুডোর ক্ষমাত, বিল গেটসের টাকা, হুমায়ুন ফরিদীর ভালোবাসা, হৃতিক রোশনে স্মার্টনেস, তাহসানের ব্যক্তিত্ব এমনকি ফুটবলার হাকিমির জনপ্রিয়তা কোনো কিছুই আটকাতে পারেনি নারীকে। আসলে নারী কিসে আটকায় বলতে পারবেন?

যে কোন সম্পর্কেই নারী–পুরুষের কিছু নির্দিষ্ট সামাজিক ভূমিকা থাকে। ঐতিহ্যগতভাবে এবং যুগ যুগ ধরে পুরুষ বাইরে আর নারী ঘরের দায়িত্বে নিয়োজিত। ঘর ভাঙলে পুরোটা দায় তাই নারীর ওপরই বর্তায়।

পৃথিবীর সব নারী এক স্বভাবের না আমার অভিজ্ঞতা এটাই বলে। কেউ ধৈর্য্যশীলা কেউ অধৈয্যশীলা, কেউ সম্মানের ভয়ে শত কষ্টে এক স্বামীতে জীবন পার করে, কেউ আবার কষ্ট সইতে না পেরে, স্বামী ত্যাগ করে চলে যায়। কেউ আবার সম্মানের ভয়ে অত্যাচার সহ্য করতে করতে জীবনও দেয়।

এখন আসেন স্বামী কিসে আটকায়? কেউ কি এটা ভেবেছেন? স্বামীরাও এরকমই। তা না হলে সংসার নামক একটি যুদ্ধের কোনই অস্তিত্ব থাকতোনা।

যখনই সম্পর্কের কথা আসে - সেখানে এক তরফা বলে কিছুর অস্তিত্ব থাকতে পারে না। সম্ভব নয়। নারী পুরুষের স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রেও তাই, না কারো অগ্রাধিকার না কারো সমানধিকার! কখনোই না, সম্ভব নয়! কারণ কোনো সম্পর্কেই 'অধিকার' এর মাত্রা পরিমাপ করা যায় না। সম্পর্ক সম্পত্তি নয়! আইনি কাঠামো দিয়ে সম্পর্কের মাত্রা, বন্ধনের গাঁথুনি আর রসায়ন কোনটাই শক্ত মজবুত ঢিলা ঢালা হালকা মোটা তাজা করা যায় না। এটা কেবলই মানসিকতায় - মননশীলতায় প্রোথিত, পারস্পরিক রসায়নেই তা উৎসারিত হওয়ার কথা। তা না হলে এখানেই শেষ।

বিয়ে কেন আইনি কাঠামোর আওতায় নিবন্ধন করা হয়? যদি ভেংগে যায়, তাহলে সম্পত্তি সম্পর্কিত সকল লেনদেন যেন ঐ কাঠামোর আওতায় ভাগ বাটোয়ারা করা যায়, হানাহানি ছাড়া। সম্পর্ক জোড়া লাগে শুধুই পারস্পরিক বোঝাপড়ায়। এখানে কোনো 'বাদ' বাঁধ সাধতে পারে না। বরং এই 'বাদ' ই সকল 'বাদাবাদি'র একমাত্র কারণ। হোক তা নারীবাদ হোক তা পুরুষবাদ!

বিষয়:

আরও পড়ুন

avertisements 2